‘চল সাহায্যের ভান করি’, ইনস্টাগ্রামে আবারও ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট অঙ্কুশের

অঙ্কুশের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে গভীর গর্তে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। উপর থেকে অন্য এক ব্যক্তি তাঁর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এত দূর অবধি মনে হতেই পারে দ্বিতীয় ব্যক্তির অভিসন্ধি তো বেশ ভালই! তা হলে?

‘চল সাহায্যের ভান করি', ইনস্টাগ্রামে আবারও 'ইঙ্গিতপূর্ণ' পোস্ট অঙ্কুশের
অঙ্কুশ হাজরা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 1:46 PM

হালফিলে অভিনেতা অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম যেন হিউমার, স্যাটায়ার–এর এক অদ্ভুত মেলবন্ধন। ফের একবার ‘ইঙ্গিতপূর্ণ‘ পোস্ট করলেন অভিনেতা। যার ক্যাপশন পোস্টের থেকেও বেশি অর্থবহ।

অঙ্কুশের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে গভীর গর্তে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। উপর থেকে অন্য এক ব্যক্তি তাঁর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এত দূর অবধি মনে হতেই পারে দ্বিতীয় ব্যক্তির অভিসন্ধি তো বেশ ভালই! তা হলে? চোখ পড়ে যায় দ্বিতীয় ব্যক্তির পাশে শায়িত মইয়ের দিকে। যে প্রথম ব্যক্তিকে গর্ত থেকে তুলে আনার জন্য যা যথেষ্ট। কিন্তু তা করে দ্বিতীয় ব্যক্তিটি হাত বাড়িয়ে দিয়েছে প্রথম ব্যক্তির দিকে, জানা সত্ত্বেও অতদূর পর্যন্ত হাত পৌঁছবে না তাঁর। গর্তে পড়া ব্যক্তি সরল বিশ্বাসে ভাবছেন সত্যিই বুঝি সাহায্য মিলবে অবশেষে। তিনি বুঝতেই পারছেন এ আদপে দ্বিতীয় ব্যক্তির সাহায্য করার অভিনয়, ‘ভান‘।

ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, “সারাবিশ্ব বর্তমানে: সাহায্য করার ভান করি চল“। কাউকে কি উদ্দেশ্য করে তাঁর এই পোস্ট? অঙ্কুশের উত্তর, “এটাই তো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সত্যি। আসলে আমি দূরে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছি তো তাই অনেক কিছুই মাথায় আসে। অনেক কিছুই চোখে পড়ে। রাত বাড়লে সেই সব কোটই শেয়ার করি নিজের প্রোফাইল থেকে।”

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন পার্টিতে একের পর এক তারকাদের যোগদান এবং সর্বোপরি গত বুধবার অভিনেতা বনি সেনগুপ্ত বিজেপিতে যোগদানের পর অঙ্কুশ একটি টুইট করেছিলেন। লিখেছিলেন, “এত লেফট আউট কোনওদিনও ফিল করিনি। হোলি আসছে, তখনই না হয় গায়ে রঙ মাখব।” অফার থাকলেও আপাতত যে প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চান না সে কথা আগেই জানিয়েছেন অঙ্কুশ। রাজনীতিতে এখন পা দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই দাবি করেছিলেন অঙ্কুশের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)