কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির ‘হিরো’ এ বার অঙ্কুশ, বিপরীতে কে?

অঙ্কুশকে এবার দেখা যাবে 'সিনেমাওয়ালা' কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরের ছবিতে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কি অঙ্কুশ এবার ‘অন্য ধারার’ ছবিতে প্রবেশ করতে চাইছেন?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির ‘হিরো’ এ বার অঙ্কুশ, বিপরীতে কে?
অঙ্কুশ-কৌশিক গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 5:06 PM

‘মনোহর পাণ্ডে’-র শুটিং চলছে জোরকদমে। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর অঙ্কুশকে নিয়ে ছবি করছেন তিনি। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা । ছবি প্রসঙ্গে TV9 বাংলাকে অঙকুশ বলেন, “ছবি নিয়ে প্রাথমিকভাবে কৌশিকদার সঙ্গে আমার কথা হয়েছে। আমি রাজিও হয়েছি। আমি যতদূর জানি আমার পছন্দের অনেক অভিনেতা-অভিনেত্রী ছবিতে কাজ করছেন। তবে আমি এখনও স্ক্রিপ্ট পড়িনি। খুব তাড়াতাড়ি কৌশিকদার সঙ্গে স্ক্রিপ্ট রিডিংয়ে বসব।”

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন সোহিনী সরকার। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘সিনেমাওয়ালা’-তে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে ছবির নাম ‘কাবাডি কাবাডি’। তবে ছবির বিষয় কী তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি। ছবির প্রি-প্রোডাকশনের কাজ খুব ধীর গতিতে এগোচ্ছে।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

সদ্যই মুক্তি পেয়েছে অঙ্কুশের ‘ম্যাজিক’। পরিচালক রাজা চন্দের এই ছবিতে একজন ম্যাজিশিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ছবিতে ‘গার্লফ্রেন্ড’ ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এটাই ছিল ঐন্দ্রিলার প্রথম ছবি। বক্স অফিসে ভালই সাড়া মিলেছে ‘ম্যাজিক’-এর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কি অঙ্কুশ এবার ‘অন্য ধারার’ ছবিতে প্রবেশ করতে চাইছেন?

আরও পড়ুন :ওয়েব সিরিজের হাত ধরে ‘কামব্যাক’ অর্জুন চক্রবর্তীর

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মীছেলে’ মুক্তির অপেক্ষায়। তাঁর ছেলে উজান গঙ্গোপাধ্যায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই মুহূর্তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম হিন্দি ছবি ‘মনোহর পাণ্ডে’-র শুটিং নিয়ে ব্যস্ত। গঙ্গার ধারের অবাঙালিদের নিয়ে এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ শুক্ল, সুপ্রিয়া পাঠক কাপুর এবং রঘুবীর যাদবকে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন আর এক বাঙালি জিৎ গঙ্গোপাধ্যায়।