‘কেন করছি, কী দরকার ছিল!’ মঞ্চে ওঠার আগে অর্পিতার মনের অবস্থা কেমন থাকে?

My Name Is Jaan: দুই বছর পর আবার মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। ২০২১ সালে প্রথম বার গওহরকে মঞ্চে নিয়ে আসেন অর্পিতা। মাঝে ছিল বেশ কিছুটা বিরতি। এবার নতুন সাজে নতুন ধাঁচে তা মঞ্চস্থ করছেন অভিনেত্রী।

'কেন করছি, কী দরকার ছিল!' মঞ্চে ওঠার আগে অর্পিতার মনের অবস্থা কেমন থাকে?
Follow Us:
| Updated on: Nov 12, 2024 | 2:53 PM

এই রূপে অর্পিতা চট্টোপাধ্যায়কে আগে কেউ দেখেননি। নিজেকে ভেঙে যেভাবে মঞ্চে তিনি গওহর জান হয়ে উঠছেন, তা দেখে সকলেই মুগ্ধ।  দুই বছর পরে আবারও গওহর রূপে সকলের সামনে ধরা দিলেন অর্পিতা। দুই বছর পর আবার মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। ২০২১ সালে প্রথম বার গওহরকে মঞ্চে নিয়ে আসেন অর্পিতা। মাঝে ছিল বেশ কিছুটা বিরতি। এবার নতুন সাজে নতুন ধাঁচে তা মঞ্চস্থ করছেন অভিনেত্রী। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে এই নাটকের প্রথম শো। দ্বিতীয় শো’টিও মঞ্চস্থ হয়েছে সেখানেই। যেখানে উপস্থিত হয়েছিলেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই শো টানা দুই ঘণ্টা ধরে দর্শক আসনে বসে দেখেছিলেন তিনি। মুগ্ধ হয়েছিলেন অর্পিতাকে দেখে। কেবল তিনিই নন, বহু মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অর্পিতাকে।

‘মঞ্চে দারুণ উপস্থাপনা’, প্রশাংসায় পঞ্চমুখ সকলে। দিন দিন মানুষের প্রত্যাশা আরও বাড়িয়ে চলেছেন অর্পিতা। তবে নাটক যেদিন মঞ্চস্থ হয়, সেদিন তাঁর মনের অবস্থা কেমন থাকে? TV9 বাংলাকে তা জানালেন মঞ্চের গওহর। বললেন, “এটা ভাষায় বলাটা মুশকিল। যে কোনও থিয়েটারের ক্ষেত্রেই প্রথম বেল, দ্বিতীয় বেল, তৃতীয় বেল থাকে, প্রতিটা ক্ষেত্রেই যখন প্রথম বেলটা পরে মনে হয়, কেন করছি, কী দরকার ছিল? দ্বিতীয় বেলটার পড়ে মনে হয়, এটাই শেষ আর নয়, এই চিন্তা নিতে পারছি না। আর তৃতীয় বেলের পর যেটা মনে হয়, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। কী যে একটা রসায়ন তৈরি হয়! তখন আর ভাবনার জায়গাটাই থাকে না। তখন পুরো ভাবনার জায়গাটাই শূন্য। হয় তুমি থাকছো, নয় তুমি থাকছো না। এই তিনটে বেলের তিনটে ধাপে আমার মানসিক অবস্থা ঠিক এমনই থাকে।”

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা