শাহরুখ-গৌরীর বাড়ি কোটি-কোটি টাকায় কিনে নিলেন আরিয়ান

Aryan Khan: ছোটবেলাতেই ক্যামেরার সামনে জায়গা করে নিয়েছেন আরিয়ান। বাবার ছবিতে একটি ছোট্ট চরিত্রে কিছু মিনিটের জন্য দেখা গিয়েছিল তাঁকে। তবে থেকেই সকলের মনে প্রশ্ন ছিল, কবে অভিনয় জগতে পা রাখবেন আরিয়ান?

শাহরুখ-গৌরীর বাড়ি কোটি-কোটি টাকায় কিনে নিলেন আরিয়ান
Follow Us:
| Updated on: Jul 31, 2024 | 2:16 PM

স্টারকিডের তকমা ছেড়ে এখন আরিয়ান খান নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। শাহরুখ খান ও গৌরী খান পুত্র হওয়ার দরুণ শৈশব থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। শাহরুখ তাঁর ছেলেকে ঠিক কতটা আগলে রাখেন, কতটা ভাল বাসেন, তার প্রমাণ মিলেছে একাধিকবার। তবে এবার এমন কি হল যে আস্ত দুই ফ্ল্যাট কিনে ফেললেন আরিয়ান খান? তবে কি মন্নত ছাড়ছেন আরিয়ান? ছোটবেলাতেই ক্যামেরার সামনে জায়গা করে নিয়েছেন আরিয়ান। বাবার ছবিতে একটি ছোট্ট চরিত্রে কিছু মিনিটের জন্য দেখা গিয়েছিল তাঁকে। তবে থেকেই সকলের মনে প্রশ্ন ছিল, কবে অভিনয় জগতে পা রাখবেন আরিয়ান?

বাবার মুখ একেবারে যেন কেটে বসানো। দেখতে বেশ, ফলে অভিনেতা হিসেবে তাঁকে লঞ্চ করতে চেয়েছেন অনেকেই। তালিকা থেকে বাদ পড়েনি খান পরিবারের বন্ধু করণ জোহর। স্টারকিডদের অভিষেক তাঁর হাত ধরেই মূলত হয়ে থাকে। তবে এক্ষেত্রে নিরাশ করেছিলেন আরিয়ান খান। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পরিচালক হতে চান। হয়েছেও তেমনটা। শুরু করে দিয়েছেন তাঁর প্রথম প্রজেক্ট। যা মুক্তির আগেই বহু টাকার ব্যবসার প্রস্তাবের মুখে। তবে ছবি নয়, স্টারডার্ম একটি সিরিজ।

অন্যদিকে রয়েছে তাঁর নিজের পোশাকের ব্র্যান্ডও। সব মিলিয়ে আয় আরিয়ানের নেহাতই কম নয়। আর সেই টাকায় এবার কিনে ফেললেন শাহরুখ খান ও গৌরী খানের দিল্লির বাসস্থান। না, মা-বাবার সঙ্গে বিন্দুমাত্র দূরত্ব নয়। বরং মা-বাবার স্মৃতি ধরে রাখতেই এই সিদ্ধান্ত তাঁর। চলতি বছর মে মাসে হয়ে গিয়েছে ২.৬৪ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি। দিল্লির পানশেল পার্কে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টের ২ টি ফ্ল্যাট কিনে নিলেন তিনি। বিয়ের প্রথম দিকে এই ফ্ল্যাটের শাহরুখ ও গৌরী থাকতেন। এই একই অ্যাপার্টমেন্টের বেসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর খান পরিবারেরই। শাহরুখ-গৌরীর একসঙ্গে পথচলা শুরু এই বিল্ডিং-এই। ফলে সেখানেই এবার ৩৭ কোটি ব্যয়ে ফ্ল্যাট নিয়ে নিলেন আরিয়ান।