কোভিড পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য আয়ুষ্মাণ-তাহিরার
অসুস্থদের পরিষেবা দেওয়ার প্রচেষ্টার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার ঘোষণা করেন আয়ু্ষ্মান-তাহিরা।
কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করতে চলেছেন আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। করোনার দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক মাস ধরে ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়েছে মুম্বইনগরী। এবং সে কারমে একের পর এক কড়া পদ্ক্ষেপ নিচ্ছে সরকার। অসুস্থদের পরিষেবা দেওয়ার প্রচেষ্টার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার ঘোষণা করেন আয়ু্ষ্মান-তাহিরা।
আরও পড়ুন কোভিডের খবর ভুয়ো, বিউলির ডাল আর আলু পোস্ত খেয়ে ছুটি কাটাচ্ছেন মিঠুনদা
একটি পোস্টে আয়ুষ্মান লেখেন, “আমরা গত বছর থেকে ঝড়ের মধ্যে পড়েছি। এই মহামারী আমাদের হৃদয় ভেঙেছে, আগে কখনও এত যন্ত্রণা-কষ্ট সহ্য করতে হয়নি, একে অপরের সঙ্গে পারস্পরিক নির্ভতার মাধ্যমে কীভাবে আমাদের এই মানবিক সংকট মোকাবেলা করতে হবে তাও শিখিয়েছে। আজ আবার এই মহামারী আমাদের ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং পারস্পরিক সমর্থনের পরীক্ষা নিচ্ছে। ভারতজুড়ে, মানুষ একে অপরের পক্ষে যথাসম্ভব পাশে থাকার জন্য এগিয়ে এসেছে এবং তাহিরা এবং আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই যাঁরা আমাদের আরও বেশি কিছু করতে অনুপ্রাণিত করেছে।”
View this post on Instagram
এখানেই থামেননি আয়ুষ্মান, তিনি আরও লিখেছেন, “মানুষকে সাহায্য করার জন্য আমরা যতটা সম্ভব নিজেদের অংশটুকু করে চলেছি এবং এখন প্রয়োজনীয় এই মুহুর্তে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অবদান রেখেছি। এই সময়ে আমাদের সম্প্রদায় হিসাবে এক হয়ে একে অপরের যত্ন নেওয়া উচিত। মানুষের সাহায্যের প্রয়োজন এবং আমরা সকলকে আমাদের সাধ্যমতো তা করা উচিত।”