অভিনয়কে চিরতরে বিদায় জানালেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী

আশকা জানান, অন্য পেশাকে বেছে নিতে চলেছেন তিনি। ব্যবসা করতে চাইছেন তিনি। তাঁর কথায়, "ব্যবসা বহুদিন থেকেই আমার রক্তে ছিল। ছিল ব্যবসা করার স্বপ্নও।"

অভিনয়কে চিরতরে বিদায় জানালেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী
আশকা গোরাডিয়া।
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 3:44 PM

লাইট, ক্যামেরা, অ্যাকশনের মোহ, হঠাৎ ফেমকে বিদায় জানানো সহজ ব্যাপার নয়। তবে এই গোটা ব্যাপারটিকেই সহজ হিসেবে নিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানাতে চলেছেন তিনি। কিন্তু কেন?

আশকা জানান, অন্য পেশাকে বেছে নিতে চলেছেন তিনি। ব্যবসা করতে চাইছেন তিনি। তাঁর কথায়, “ব্যবসা বহুদিন থেকেই আমার রক্তে ছিল। ছিল ব্যবসা করার স্বপ্নও।” আর সে কারণেই মাত্র ১৬ বছর বয়সে গুজরাট থেকে মুম্বই এলে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়লেও ব্যবসা করার নেশা তাঁর মাথা থেকে বেরিয়া যায়নি। ইন্ডাস্ট্রিকে তিনি ভালবাসেন তাই অভিনয় ছেড়ে দিলেও ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে কোনও কাজ নয়, বরং নিজের মেকআপ ব্র্যান্ডকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াসই চালাচ্ছেন তিনি। পাশাপাশি চলছে তাঁর যোগার প্রতি গভীর অনুরাগ। যদি সে জন্য স্বামী ব্রেন্টকে কৃতিত্ব দিতে চান আশকা। স্বামীর জন্যই যে তাঁর যোগার প্রতি গভীর অনুরাগ তৈরি হয়েছে সে কথা স্বীকার করে নিচ্ছেন আশকা।

আরও পড়ুন:প্রার্থীদের মোবাইল নম্বর শেয়ার করে পরে ডিলিট, কী বলছেন সেই তারকা-প্রার্থীরা?

এর আগে গত বছর এক বিবৃতির মাধ্যমে শোবিজ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন টেলিভিশনের আর এক জনপ্রিয় নায়িকা সানা খান। যদিও তাঁর ওই সিদ্ধান্তের পিছনে ছিল অন্য কারণ। সানার কথা অনুযায়ী, মানুষের উপকারে আসতে চেয়েছেন তিনি। তাই সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলছেন। আশকার ক্ষেত্রে গোটা ব্যাপারটাই যদিও আলাদা। অভিনেত্রী হিসেবে নন, তিনি পরিচিত হতে চান ‘বিজনেস ওম্যান’ হিসেবে। ‘কুসুম’, ‘লাগি তুজসে লগন’, ‘নাগিন’ ইত্যাদি নানা জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছে আশকা। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছে অতি প্রাকৃতিক ধারাবাহিকের উপর নির্ভর করে ধারাবাহিক ‘ডায়ান’-এ।