মাদক-কাণ্ডে জামিন পেয়েই আদিত্যর রিসেপশনে জমিয়ে নাচ, ভারতী-হর্ষকে ঘিরে জোর চর্চা

মাদক কাণ্ডে জামিন পেয়েছেন গত মাসের শেষে। সপ্তাহখানেক লোকচক্ষুর অন্তরালে থাকার পর ফের প্রকাশ্যে এলেন কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শুধু এলেনই না, জমিয়ে নাচলেনও দু’জনে। আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের রিসেপশনে দেখা গেল এমনই কিছু দৃশ্য। ভারতী পরেছিলেন সাদা রঙের লেহেঙ্গা। মাথায় ছিল লাল গোলাপ। অন্যদিকে হর্ষ […]

মাদক-কাণ্ডে জামিন পেয়েই আদিত্যর রিসেপশনে জমিয়ে নাচ, ভারতী-হর্ষকে ঘিরে জোর চর্চা
জমিয়ে মজা করলেন ভারতী-হর্ষ।
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 1:50 PM

মাদক কাণ্ডে জামিন পেয়েছেন গত মাসের শেষে। সপ্তাহখানেক লোকচক্ষুর অন্তরালে থাকার পর ফের প্রকাশ্যে এলেন কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শুধু এলেনই না, জমিয়ে নাচলেনও দু’জনে। আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের রিসেপশনে দেখা গেল এমনই কিছু দৃশ্য।

ভারতী পরেছিলেন সাদা রঙের লেহেঙ্গা। মাথায় ছিল লাল গোলাপ। অন্যদিকে হর্ষ পরেছিলেন নীল রঙের ব্লেজার। হাসিমুখে সবার সঙ্গে ছবিও তুললেন, এগিয়ে গিয়ে কথাও বললেন দু’জনে।

আর এতেই চটেছেন নেটিজেনদের একটা বড় অংশ। ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের বক্তব্য, “কিছু দিন আগেই মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পরেও কী ভাবে জনসমক্ষে এ ভাবে হেসে হেসে পোজ দিতে পারেন তাঁরা।” যদিও এর পাল্টা বক্তব্যও উড়ে এসেছে। ভারতী-হর্ষের সমর্থনে কেউ কেউ লিখেছেন, “বিচার করার জন্য আদালত রয়েছে। আইন নিজেদের হাতে তুলে নিয়ে ওঁদের বিচার করার আমরা কে?”

বলিউডের মাদক যোগে গত ২১ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন ভারতী এবং হর্ষ। ওই সেলেব জুটির মুম্বইয়ের ফ্ল্যাটে আচমকা তল্লাশি চালিয়ে সেখান থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি। এর পরেই ভারতী এবং হর্ষকে এনসিবি’র দফতরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে জেরায় গাঁজা সেবনের কথা স্বীকার করে নেন দু’জনেই। প্রথমে গ্রেফতার করা হয় ভারতীকে। ১৫ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় হর্ষকেও। এনসিবি’র তরফে ওই সেলেব কাপলকে ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে তাঁদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। ভারতী-হর্ষের কৌঁসুলি আয়াজ খান আদালতকে জানান, এর আগে তাঁদের ক্রিমিনাল রেকর্ড না থাকায় জামিন পেলেও এনসিবি এবং আদালতের নির্দেশই মেনে চলবেন তাঁরা।

এর পরেই প্রায় দিন দশেক কার্যত গ্ল্যামার জগৎ থেকে নিজেদের লুকিয়ে রাখার পর অবশেষে গতকাল অর্থাৎ বুধবার ফের প্রকাশ্যে এলেন তাঁরা।