‘রাহুলের দ্বিতীয় স্থান পাওয়া একেবারেই উচিত হয়নি’, বিস্ফোরক অভিনব শুক্লা
ডিসেম্বরের গোড়ার দিকে বিগবসের বাড়ি থেকে আচমকাই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল বৈদ্য। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, পরিবারের জন্য মন কেমন করছে তাঁর।

বিগবসে দ্বিতীয় স্থান পাওয়ার একেবারেই যোগ্য নন রাহুল– এক সাক্ষাৎকারে বিস্ফোরক বিগবসের আর এক প্রতিযোগী অভিনব শুক্লা। তাঁর মতে যে নিজে থেকেই ‘বাড়ি’ ছেড়ে চলে গিয়েছিল সে কী করে শো শেষে এক থেকে তিনের মধ্যে থাকতে পারে?
অভিনবের কথায়, “শো চলাকালীন মাঝপথেই বিগবস ছেড়েছিল রাহুল। ও বাইরে বেরিয়ে সবটা দেখেছে। বুঝেছে কীভাবে তাঁর ভক্ত সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বাকি প্রতিযোগীদের জন্য যা একেবারেই অবিচার।” তিনি আরও যোগ করেন, “বিগবস শো-টাই মানসিক শক্তি পরীক্ষার শো। বাইরে থেকে সবটা দেখার পর আবার বিগবসে যোগ দিয়ে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিল রাহুল। আর সে জন্যই তাঁর কাজটা অনেক বেশি সহজ হয়েছে।”
View this post on Instagram
ডিসেম্বরের গোড়ার দিকে বিগবসের বাড়ি থেকে আচমকাই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল বৈদ্য। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, পরিবারের জন্য মন কেমন করছে তাঁর। অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান জানিয়েছিলেন, দর্শকের ভোটের নিরিখে উপরের দিকেই রয়েছেন রাহুল। কিন্তু রাহুল উত্তরে বলেছিলেন, “আমি মানসিক ভাবে তখনই শক্ত যখন আমার পরিবার আমার পাশে রয়েছে।” যদিও এর কিছু দিন পর আবারও বিগবসের বাড়িতে পুনরায় প্রবেশ করে দ্বিতীয় হন রাহুল।
View this post on Instagram
সেই প্রসঙ্গ টেনে এনেই অভিনবের বক্তব্য, “রাহুলের দ্বিতীয় হওয়া একেবারেই শোভা পায়না।” তাহলে অভিনবের মতে দ্বিতীয় স্থান পাওয়ার যোগ্যতা কার? উত্তরে অভিনব নাম নিয়েছেন নিজের। তাঁর কথায়, “প্রথম দিন থেকেই ছিলাম আমি। আমার ব্যক্তিত্বেরও অনেক পরিবর্তন হয়েছে। লাজুক থেকে বোল্ড– নিজেই বদলেছি অনেকটাই।” রাহুলের সঙ্গে শো-র পরবর্তী যোগাযোগের ক্ষেত্রে অভিনবের সাফ জবাব, “আমি আর রাহুল কোনওদিনই বন্ধু হতে পারব। দু’জনের ব্যক্তিত্ব একেবারেই আলাদা।”





