কোভিডে আক্রান্ত রণবীর কাপুর, সেল্ফ কোয়ারেন্টাইনে ‘প্রেমিকা’!
প্রসঙ্গত, রণবীরের মা নীতু কাপুরও চন্ডিগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করবার সময় আক্রান্ত হন। নিজের ইনস্টা হ্যান্ডেলে জানিয়েও দেন তাঁর টেস্ট পজিটিভ এসেছে।
‘বয়ফ্রেন্ড’ কোভিডে আক্রান্ত। আর প্রেমিকা কোয়ারেন্টাইন।—এমনটাই খবর। কিছুক্ষণ আগে মা নীতু কাপুর ছেলের ছবি পোস্ট করে লিখলেন, ‘আপনাদের উদ্বেগ এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। রণবীরের কোভিড টেস্ট পজিটিভ এসেছে। তিনি মেডিকেশনে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। সে সতর্কতাবিধি মেনে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।’
আরও পড়ুন অভিনয় করতে হবে বলেই ‘অভিনয়’ করব না: উর্মিলার ‘ডিজিট্যাল’ কামব্যাক
রণবীর কোভিডের টেস্ট পজিটিভ আসার পর পরই খবর এল, রণবীরের ‘প্রেমিকা’ আলিয়া ভাটও নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখেছেন। শুধু আলিয়া নন, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ -র পরিচালক সঞ্জয় লীলা বনসালীও এখন সেলফ কোয়েরেন্টাইনে রয়েছেন।
View this post on Instagram
সম্প্রতি এক খবর প্রকাশ্যে আসে, পরিচালক সঞ্জয় লীলা বনসালীও কোভিডে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর , মুম্বই ফিল্ম সিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির কাজ চলছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। বনসালীর সংস্পর্শে আসা মানুষজনের কোভিড টেস্ট হয়েছে বলে খবর। বাদ যাননি বনসালীর মা লীলা বনসালীরও, তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজেকে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে, নিজেকে আলাদাভাবে রেখেছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, রণবীরের মা নীতু কাপুরও চন্ডিগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করবার সময় আক্রান্ত হন। নিজের ইনস্টা হ্যান্ডেলে জানিয়েও দেন তাঁর টেস্ট পজিটিভ এসেছে। এক ভিডিয়ো প্রকাশ্যে আসে, তাতে দেখা গিয়েছিল যে নীতু কোভিড-১৯- পরীক্ষা করাচ্ছেন। কোভিড-১৯ পরীক্ষার নিয়মনুসারে, সোয়াব টেস্টের সঠিক ফলাফল পেতে তা ভীষণ দক্ষতার সাথে সম্পন্ন করার উচিৎ। সোয়াব নাক এবং মুখে চার ইঞ্চি ভিতর অবধি প্রবেশ করা উচিত। কোভিড টেস্টের ভিডিয়োতে নীতু কাপুরের মুখে এবং নাকে শুধু সোয়াব ছোঁয়া হয়েছিল মাত্র, এবং সেই কারণে ভীষণভাবে ট্রোলও হন নীতু কাপুর।