অন্য প্রতিযোগীর অন্তর্বাস পরিষ্কার করেই পরিতৃপ্তি পেয়েছি: রাখী সাবন্ত

ফের বেলাগাম রাখি সাবন্ত। নিজের এক অদ্ভুত শখের কথা প্রকাশ্যে আনলেন ড্রামা কুইন ।

অন্য প্রতিযোগীর অন্তর্বাস পরিষ্কার করেই পরিতৃপ্তি পেয়েছি: রাখী সাবন্ত
রাখি।
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 12:12 PM

জমে উঠেছে খেলা। হাতে মাত্র কয়েক দিন। এর পরেই বিগবসের বাড়ির ১৪ সিজনের বিজয়ীর নাম। রাখি সাবন্ত থেকে শুরু রাহুল বৈদ্য, নিক্কি তাম্বোলী থেকে রুবিনা দিলায়েক– এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন কেউই। এরই মধ্যে ফের বেলাগাম রাখি সাবন্ত। নিজের এক অদ্ভুত শখের কথা প্রকাশ্যে আনলেন ড্রামা কুইন । অন্য প্রতিযোগীর অন্তর্বাস পরিষ্কার করেই নাকি সন্তুষ্টি পেতেন তিনি– জানালেন নিজের মুখেই।

শুধু এই সিজনেই নয়, বিগবসের বাড়ির প্রথম সিজনেই প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন রাখি। নিক্কি এবং রাহুলের সঙ্গে কথোপকথনের সময় রাখি জানান, প্রথম সিজনে বাড়ির কোনও কাজ করতেন না তিনি। তবে একটা জিনিস তিনি করতেন। রাখির কথায়, “বাকি প্রতিযোগীদের অন্তর্বাস পরিষ্কার করতাম। আলাদাই পরিতৃপ্তি পেতাম।” রাখি যোগ করেন, তাঁর এই অবসেশন যে দোষের তা তিনি মনে করেন না।

View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রাহুল। তিনি রাখিকে প্রশ্ন করেন, অন্তর্বাস পরিষ্কার করাতেই যদি রাখির আনন্দ তবে টাস্কের সময় কেন তিনি রাহুলের ধুতি ছিঁড়ে দিয়েছিলেন? রাখির জবাব, রাহুলের প্রতি তাঁর আসক্তি নেই। রাহুলের ভুঁড়ি আছে, তাঁর অ্যাবস নেই– রাহুলের শরীর সম্পর্কে নানা মন্তব্যও করেন রাখি। অভিনব শুক্লার সঙ্গে রাহুলের তুলনা করে রাখির বক্তব্য, অভিনব রাহুলের থেকে হাজার গুণ ভাল। চুপ করে থাকেননি রাহুলও। তিনি পাল্টা প্রশ্ন করেন, যে সমস্ত পুরুষের সিক্স প্যাক নেই, তথাকথিত সুন্দর গঠন নেই, তাঁদের কি বেঁচে থাকার অধিকার নেই? রাখির উত্তর, যে সমস্ত পুরুষদের ‘পটবেলি’ রয়েছে তাঁদের স্ত্রীরা নানা সমস্যার সম্মুখীন হন। রোম্যান্স জমে ওঠে না।

বিগবস হাউজে রাখির এন্ট্রির পর থেকেই টিআরপি বাড়তে শুরু করেছিল ক্রমশ। নিজের আজগুবি কাজকর্মের মাধ্যমে বিগবস হাউজকে মাতিয়ে রাখেন তিনি। কখনও বেসুরো গলায় গান, কখনও বা অভিনব শুক্লার সঙ্গে প্রেমের মিথ্যে অভিনয়– বাদ যান না কিছুতেই। বিজয়ী কি হবেন তিনি? জানা যাবে কয়েক দিন পরেই।