দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন, করিনার সঙ্গে দেখা করতে গেলেন প্রিয়জনেরা

সূত্রের খবর, পাপারাৎজির নজর এড়াতেই নতুন বাংলোয় রয়েছেন করিনা। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন প্রিয়জনেরা। গতকাল করিনার সঙ্গে দেখা করে গিয়েছেন সইফ আলি খান, অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানও।

দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন, করিনার সঙ্গে দেখা করতে গেলেন প্রিয়জনেরা
করিনা কাপুর খান।
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 3:07 PM

যে কোনও মুহূর্তে পৃথিবীতে আসবে দ্বিতীয় সন্তান। সব রকম প্রস্তুতি সেরে ফেলেছেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। গতকালই করিনার মা ববিতা এবং বাবা রণধীর কাপুরকে চার্চে প্রার্থনা করতে দেখা গিয়েছিল। এবার করিনাকে দেখতে গেলেন দিদি করিশ্মা কাপুর। সঙ্গে ছিলেন মা ববিতাও।

সূত্রের খবর, পাপারাৎজির নজর এড়াতেই নতুন বাংলোয় রয়েছেন করিনা। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন প্রিয়জনেরা। গতকাল করিনার সঙ্গে দেখা করে গিয়েছেন সইফ আলি খান, অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানও। এমনিতেই সারা এবং ইব্রাহিমের সঙ্গে করিনার বন্ধুত্বের সম্পর্ক। বহু সময় তৈমুরের সঙ্গে কাটাতে দেখা যায় তাঁদের।

প্রেগন্যান্সি পিরিয়ডে নিয়ম করে যোগাভ্যাস করেছেন করিনা। এ বিষয়ে অবশ্যই হবু মায়েদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কারণ তাঁর শরীরের জন্য যেটা উপযুক্ত, সেটা বাকিদের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। তবে গর্ভস্থ সন্তান এবং মা উভয়ের শরীর ভাল রাখতে যোগাভ্যাসের অভ্যেস গড়ে তোলার প্রতি জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন, সন্দীপ্তার ট্রাভেল ডায়েরি, কোথায় বেড়াতে গিয়েছেন তিনি?

প্রথম সন্তান অর্থাৎ তৈমুরের জন্মের পর দ্রুত ফ্লোরে ফিরেছিলেন করিনা। এবারও সব কিছু ঠিক থাকলে দ্রুত কাজ শুরু করে দিতে চান। করোনা পরিস্থিতির কারণে বাড়ির বাইরে বেরনো নিয়ন্ত্রণ করেছেন বটে, তবে বহু শুটিং সেরেছেন বাড়ি থেকেই। যে কোনও পরিস্থিতিতেই কাজের মধ্যে থাকলে সুস্থ থাকা যায়, এমনটাই মনে করেন করিনা। আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন, রাতভোর পার্টি করলেন ইব্রাহিম আলি খান! সঙ্গী কারা?