করোনাকে ‘হাইড্রোজেন এবং অক্সিজেন’ দিয়ে ‘তাড়ানোর’ দাবি রাখির, খুললেন ক্লিনিক
দিন কয়েক আগে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ‘আইটেম গার্ল কনেসেপ্ট নিয়ে মুখ খুলেছিলেন রাখি। তিনি বলেছিলেন, তাঁর কথায়, “হিরোইন হতে এসেছিলাম। তা হতে পারিনি। ‘আইটেম গার্ল’ হয়েছি। আইটেম নাম্বার করেই এত দিন সংসারটাকে প্রতিপালন করতে পেরেছি।”
ক্লিনিক খুললেন রাখি সাওয়ান্ত। রাখির দাবি করোনা সারানো হয় সেখানে। করোনা আক্রান্ত ব্যক্তি যদি সেই ক্লিনিকে এসে ‘হাইড্রোজেন এবং অক্সিজেন’ নেন, তবে করোনা ‘পালিয়ে যাবে’– এমনটাই জানালেন তিনি।
শনিবার রাতে মুম্বইয়ে সেই ক্লিনিকের সামনে রাখিকে ক্যামেরাবন্দী করে পাপারাৎজি। রাখির কথায়, “হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে ফুসফুস মজবুত করতে আমার ভাইয়ের ক্লিনিকে আসতে হবে। করোনা ভাগ জায়েগা।” রাখি আরও জানান, তিনি রবিবার গোয়া বেড়াতে যাচ্ছেন। সেই মতোই এ দিন ইনস্টাগ্রামে বিমানবন্দর থেকে ভিডিয়ো পোস্ট করেন তিনি।
দিন কয়েক আগে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ‘আইটেম গার্ল কনেসেপ্ট নিয়ে মুখ খুলেছিলেন রাখি। তিনি বলেছিলেন, তাঁর কথায়, “হিরোইন হতে এসেছিলাম। তা হতে পারিনি। ‘আইটেম গার্ল’ হয়েছি। আইটেম নাম্বার করেই এত দিন সংসারটাকে প্রতিপালন করতে পেরেছি।” রাখির বক্তব্যে পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ভক্তকুলও।
View this post on Instagram
বিগবস ১৪-র সাফল্যর পর থেকেই রাখির জীবনে যেন নতুন দিগন্ত খুলে গিয়েছে। বিগবস হাউজে রাখির এন্ট্রির পর থেকেই টিআরপি বাড়তে শুরু করেছিল ক্রমশ। নিজের আজগুবি কাজকর্মের মাধ্যমে বিগবস হাউজকে মাতিয়ে রেখেছিলেন তিনি। কখনও বেসুরো গলায় গান, কখনও বা অভিনব শুক্লার সঙ্গে প্রেমের মিথ্যে অভিনয়– বাদ যাননি কিছুতেই। বিগবস শেষ হয়ে যাওয়ার পরেও সেই রেশ জারি রয়েছে।