১০ টিজার, ১৩ মোশন পোস্টার তৈরি! কোনও কাট ছাড়াই প্রচার শুরু হবে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’-র
সূত্রের খবর, "নির্মাতাদের কাছে প্রচুর এক্সাইটমেন্ট কনটেন্ট রয়েছে এবং তাঁরা এই সংক্ষিপ্ত টিজারগুলো একে-একে প্রকাশ করতে চলেছে।
২০১৮ সালে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা হয়। একেবারে স্টার স্টাডেড কাস্টিং! রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, শাহরুখ খান। ফ্যানের ধারণা ছিল এক বছরের মধ্যেই হয়তো রিলিজ হয়ে যাবে ছবি। কিন্তু তা হয়নি কারণ ছবির সঙ্গে জুড়ে রয়েছে দূর্দান্ত ভিএফএক্স এবং আরও বেশ কিছু কারণ। তারপর এল ২০২০ সাল, করোনা এবং লকডাউন এবং তার জের আঁচড়ে পড়ল চলতি বছরেও। এখনও শেষ হয়নি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং। শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হলেন রণবীর এবং আলিয়া। আর এখন শুরু হল করোনার দ্বিতীয় পর্ব, বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা।
আরও পড়ুন ‘থলথলে বৌদি’ শ্রীলেখা? রিমঝিমের ‘বিতর্কিত’ কমেন্টে উত্তাল সোশ্যাল মিডিয়া
তবে শুটিং এখনও শেষ না হলেও নির্মাতারা ইতিমধ্যে প্রচার পর্ব নিয়ে কাজ শুরু করে ফেলেছেন। ২০২১ সালের মার্চ মাসে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস, যাঁরা ‘ব্রহ্মাস্ত্র’ ফিল্মের প্রযোজনা করেছে, তাঁরা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে একাধিক প্রচার এবং ক্রিয়েটিভের জন্য শংসাপত্র জমা দিয়েছে। ১ এপ্রিল থেকে ১২ এপ্রিলের মধ্যে, সিবিএফসি সমস্ত প্রচার প্রক্রিয়াকে ‘ইউ’ সার্টিফিকেট এবং কোনও রকম কাট ছাড়াই অনুমোদন দিয়েছে।
ধর্ম প্রোডাকশনের টিম ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১০ শর্ট টিজার কাট এবং ১৩ টির মতো মোশন পোস্টার জমা দিয়েছে। এছাড়াও, এই টিজার এবং মোশন পোস্টারগুলো তামিল, তেলগু, মালয়ালাম এবং বাংলা এর মতো অন্যান্য ভাষায়ও ডাব করা হয়েছে, যা সিবিএফসি যথাযথভাবে অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর, “নির্মাতাদের কাছে প্রচুর এক্সাইটমেন্ট কনটেন্ট রয়েছে এবং তাঁরা এই সংক্ষিপ্ত টিজারগুলো একে-একে প্রকাশ করতে চলেছে। অতএব, তাঁরা একটি বর্ধিত প্রচারপ্রক্রিয়ার দিকে যেতে পারে। এছাড়াও, মোশন পোস্টারগুলো সাড়া ফেলবে। এর মধ্যে কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক মোশন পোস্টার হতে পারে, প্রতিটি মুখ্য চরিত্র যেমন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়ার মোশন পোস্টার হবে জানাও গিয়েছে।