সোনুকে দেখতে পেয়েই আবেগ ধরে রাখতে পারলেন না মহিলা, পাল্টা সোনু যা করলেন…
বুধবার মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে সোনু যখন সাধারণের সঙ্গে কথা বলছিলেন ঠিক এমন সময়েই এক মহিলা এগিয়ে এসে রাখি বেঁধে দেন অভিনেতার হাতে। বারেবারে বলতে থাকেন সোনু তাঁর ভাইয়ের মতো।
মসিহাকে সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না জনৈক এক মহিলা। সোনু সুদকে সামনাসামনি দেখতে পেয়েই এগিয়ে এলেন তিনি। হাতে রাখি পরালেন, পা ধরে প্রণামও করতে গেলেন তিনি। পরিবর্তে সোনু যা করলেন তা দেখলে আপনারও ভাল লাগবে।
বুধবার মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে সোনু যখন সাধারণের সঙ্গে কথা বলছিলেন ঠিক এমন সময়েই এক মহিলা এগিয়ে এসে রাখি বেঁধে দেন অভিনেতার হাতে। বারেবারে বলতে থাকেন সোনু তাঁর ভাইয়ের মতো। এর পরেই অভিনেতার পা ছুঁতে যাওয়ার মুহূর্তেই তাঁকে বাঁধা দেন সোনু। হাত জোড় করে বলেন, “কী করছেন দিদি। একদম এই সব করবেন না।”
View this post on Instagram
এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সোনুর প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনের একটা বড় অংশ। সেলেব্রিটির তকমা ছেড়ে যেভাবে সাধারণকে কাছে টেনে নিয়েছেন তিনি সেই প্রশংসাতেই পঞ্চমুখ তাঁরা। একজন লিখেছেন, “এয়ারপোর্টে সেলেবদের কোল্ড লুক আর কালো চশমা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়া আমার চোখ এরকম দৃশ্যই খুঁজছিল এতদিন।” আর একজনের বক্তব্য, “সাধে কি তাঁকে মসিহা বলে?”
আরও পড়ুন-‘অর্ধেক গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম
দিন কয়েক আগে এক করোনা আক্রান্তর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন সোনু। রোগীর নাম ভারতী। বাড়ি নাগপুরে। তাঁকে কোনও দিনও দেখেননি সোনু। কিন্ত ভারতীর পরিবার তাঁর কাছে সাহায্য চাইতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে তাঁকে চিকিৎসার জন্য হায়দরাবাদে নিয়ে এসেছিলেন সোনু সুদ। এক মাস ধরে যুদ্ধ করে অবশেষে মারা যান তিনি। ভারতীর মতো অনেকেই লড়াইয়ে হার মেনেছেন ঠিকই, সোনুর জন্য লড়াই জিতেছেনও অনেক মানুষ।