Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junaid Khan: ছেলেকে যমের মতো ভয় পান আমির; সুযোগ পেলেই বাবাকে বকুনি দেন জুনায়েদ

Aamir Khan Son: বস্তুত, ছোট-ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পান জুনায়েদ। বাবার পরিচয়ে জীবন কাটানো, তাঁর ঐশ্বর্যে আনন্দ করা, একদম পছন্দ করেন না তিনি। এখনও যাতায়াতের জন্য সরকারি যানবাহনই ব্যবহার করেন। কোথাও যেতে হলে বিমানের পরিবর্তে ট্রেনে যেতে পছন্দ করেন। বাসে, ট্রামে, অটোতে যান। আর কতজন তারকা-সন্তানের মধ্যে এমন দেখতে পাওয়া যায়?

Junaid Khan: ছেলেকে যমের মতো ভয় পান আমির; সুযোগ পেলেই বাবাকে বকুনি দেন জুনায়েদ
(বাঁ দিক থেকে) জুনায়েদ খান; আমির খান।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 1:04 PM

‘প্রীতম পেয়ারে’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে আমির খানের পুত্র জুনায়েদ খানের। সম্প্রতি চেহারায় বেশ পরিবর্তন এসেছে জুনায়েদের। অনেকখানি ওজন কমিয়েছেন তারকা-সন্তান। তারপর থেকেই তাঁকে যেন চেনাই যাচ্ছে না। ছেলে সম্পর্কে বেশ কিছু কথা অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন আমির। জানিয়েছেন, তিনি জুনায়েদকে নিয়ে কতখানি গর্বিত এবং শঙ্কিত।

জুনায়েদকে নিয়ে আমির কেন গর্বিত?

আর পাঁচজন তারকা সন্তানের মতো বিলাশ এবং বৈভবপূর্ণ জীবন কাটাতে পছন্দ করেন না জুনায়েদ। তিনি অত্যন্ত সাদামাটা। জীবনকে অন্যরকমভাবে দেখেন। চিরকালই নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলিউডের চাকচিক্য থেকে। নিজের মতো করে বাঁচার ইচ্ছে আছে জুনায়েদের। বাবা আমির খানের পরিচয়ে কখনও বড় হতে চাননি তিনি। আমি বলেছেন, “জুনায়েদ তখন খুব ছোট। স্কুলে, টিউশনে যাওয়ার জন্য ওকে আলাদা গাড়ি কিনে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু সেই প্রস্তাবে একেবারেই রাজি ছিল না জুনায়েদ।”

বস্তুত, ছোট-ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পান জুনায়েদ। বাবার পরিচয়ে জীবন কাটানো, তাঁর ঐশ্বর্যে আনন্দ করা, একদম পছন্দ করেন না তিনি। এখনও যাতায়াতের জন্য সরকারি যানবাহনই ব্যবহার করেন। কোথাও যেতে হলে বিমানের পরিবর্তে ট্রেনে যেতে পছন্দ করেন। বাসে, ট্রামে, অটোতে যান। আর কতজন তারকা-সন্তানের মধ্যে এমন দেখতে পাওয়া যায়? খানিকটা হয়তো রয়েছে সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের মধ্যেও। কিন্তু সারার চেয়েও অনেকখানি সহজ-সরল এবং সাধারণ জুনায়েদ। কিছুদিন আগে বাসে করে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন আমির খানের বড় ছেলেটি।

জুনায়েদকে নিয়ে কেন শঙ্কিত আমির?

ছোট থেকেই বেশ চুপচাপ জুনায়েদ। সকলের সঙ্গে খুব একটা মেলামেশা করতে পছন্দ করেন না তিনি। ওই যে আগেই বলা হয়েছে, তিনি নিজের মতো থাকতে ভালবাসেন। নিজের স্পেস, আর পাঁচজন সন্তানের মতো বেড়ে ওঠা – এটাই চেয়েছেন জুনায়েদ। আমির বলেছেন, “আমার ছেলে কিন্তু বেশ রাগী। ওকে আমি বেশ ভয় পাই। কোনও কিছু ভুল ভ্রান্তি হলে, এই ছেলে আমাকে কথা শোনাতে ছাড়ে না। থিয়েটার, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। খুব একটা ছবিও তোলে না। অনেকে তো আমাকে বলেছেন, আপনার ছেলেকে কেমন দেখতে তাই জানি না। কী করব বলুন। তবে ওকে নিয়ে আমি খুব গর্বিত। ও যে আমার পরিচয় বাদ দিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চাইছে, সেটা ভেবেই আমার ভালো লাগে।”

আমির ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান জুনায়েদ। কিছুদিন পরই বিয়ে করবেন আমিরের কন্যা ইরা। ইরা এবং জুনায়েদ আপন ভাই-বোন। জুনায়েদের মতো ইরাও রিনা দত্ত এবং আমির খানের সন্তান।