Salman-Arjun: সলমনের সঙ্গে বিবাদের জল্পনার জল ঢাললেন অর্জুন, প্রমাণ করে দিলেন ‘সব ঠিক আছে’…
Bollywood Controversy: সলমন খানের পোস্টে মুহূর্তে লাইক দিলেন অর্জুন। যা দেখা মাত্রই নেটিজ়েনদের এতদিনের ধারণা পলকে পাল্টে গেল। কারণ অনেকেই মনে করতেন সলমন খান ও অর্জুন কাপুরের মধ্যে থাকা চলা বচসা আজও বর্তমান। তবে সময়ের সঙ্গে সঙ্গে যে তা থিতিয়ে গিয়েছে, এবার তা প্রমাণ করে দিলেন অর্জুন কাপুর।

বর্তমানে বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সর্বত্র উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই ম্যাচের তালিকায় যদি থেকে যায় ভারত পাকিস্তান ম্যাচ, তবে তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর ঠিক তেমনই একটা দিন হতে হয়েছে। দুপুর থেকেই শুরু হয়ে যাবে ভার পাকিস্তানের ম্যাচ। আর সেই ম্যাচের উত্তেজনার পারদ দ্বিগুন করলেন এবার সলমন খান। কারণ এই ম্যাচের মাঝেই তিনি টাইগার থ্রি ছবির প্রচারে আসছেন। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা থেকে এই খবর সকলের নজরে আনা হয়েছে।
সলমন খানের সেই ছবি প্রচারের ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা সকলের নজর কাড়ে। যা নজর এড়ায়নি বলিউড অভিনেতা অর্জুন কাপুরের। সলমন খানের পোস্টে মুহূর্তে লাইক দিলেন অর্জুন। যা দেখা মাত্রই নেটিজ়েনদের এতদিনের ধারণা পলকে পাল্টে গেল। কারণ অনেকেই মনে করতেন সলমন খান ও অর্জুন কাপুরের মধ্যে থাকা চলা বচসা আজও বর্তমান। তবে সময়ের সঙ্গে সঙ্গে যে তা থিতিয়ে গিয়েছে, এবার তা প্রমাণ করে দিলেন অর্জুন কাপুর।
প্রসঙ্গত, মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের পিছনে ছিল অর্জুন কাপুরের হাত। অন্যদিকে বনি কাপুর সলমন খানের ভীষণ কাছের মানুষ। তাঁরই আর্জিতে প্রথম অর্জুন কাপুরকে বাড়িতে ঢুকিয়েছিলেন সলমন খান। তারপরই জল অন্যদিকে গড়িয়ে যায়। সলমন খান একটা সময় বনি কাপুরকে সাবধানও করে দিয়েছিলেন, যে অর্জুন কাপুর যা করছেন, তাতে কারও ভাল হবে না। এরপর যখন অর্জুন কাপুরের হাত থেকে ছবির সংখ্যা কমতে থাকে, অনেকেই বলেছিলেন, সলমন খানের সঙ্গে বচসার ফল। যদিও এখন যে সবটাই অতীত তা প্রমাণ হয়ে গেল অর্জু কাপুরের এই পদক্ষেপে।





