Aishwarya Rai Bachchan: শাশুড়ি-ননদের ছবি ক্রপ করে শ্বশুর অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা ঐশ্বর্যর; বচ্চন পরিবারে ফাটল কি তবে অনেকটাই?
Bollywood Fight: সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যা বচ্চন। সেখানে উপস্থিত ছিলেন শ্বেতা নন্দা বচ্চন, নব্যা নভেলি নন্দা এবং জয়া বচ্চন। জীবনে প্রথমবার ব়্যাম্পে হেঁটেছিলেন নব্যা। সেই ছবি পোস্ট হওয়ার পর তাতে বউদি ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তাঁদের একসঙ্গে দেখাও যায়নি ফ্যাশন উইকের কোনও অনুষ্ঠান।

ফের জ্বলে উঠল গুজবের আগুন। এবং সেই আগুনে ঘি ঢাললেন ঐশ্বর্য রাই বচ্চন নিজে। বেশ কিছুদিন ধরেই ‘বউদি’ ঐশ্বর্য এবং ‘ননদ’ শ্বেতা নন্দা বচ্চনের মাঝে বিবাদের খবর চলছিল। অমিতাভের জন্মদিনে সেই বিবাদের ইতি ঘটলেও ফের আগুন ধরিয়ে দিয়েছেন ঐশ্বর্য। অমিতাভের জন্মদিনে বচ্চনদের জলসাতে ছিল পারিবারিক মিলন। সেখানে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অমিতাভের কন্যা শ্বেতা নন্দা বচ্চন। ছিল অমিতাভের তিন নাতি-নাতনি নব্যা নভেলি নন্দা, অগস্থ্য নন্দা এবং আরাধ্য বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চনকেও দেখা যায় সেই পার্টিতে। কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ পুত্র অভিষেক। তাঁদের প্রত্যেককে একসঙ্গে দেখে সকলে ধরেই নিয়েছিল বউদি-ননদের বিবাদ হয়তো মিটে গেছে। আঁচ করেছিলেন নেটবাসীরা।
কিন্তু ঐশ্বর্য যা করলেন, তাতে আবার আগুন জ্বলতে শুরু করেছে। আরও বেশি জোরালো হয়েছে বউদি-ননদের বিবাদের রটনা। পারিবারিক ছবি থেকে নন্দা পরিবারকে বাদ দিয়েছেন ঐশ্বর্য। বাদ দিয়েছেন শাশুড়ি জয়া বচ্চনকেও। কেবল অমিতাভ এবং আরাধ্যার ছবি ক্রপ করে পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই মনে হতো শুরু করেছে, হয়তো ঝগড়া চলছেই।
View this post on Instagram
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যা বচ্চন। সেখানে উপস্থিত ছিলেন শ্বেতা নন্দা বচ্চন, নব্যা নভেলি নন্দা এবং জয়া বচ্চন। জীবনে প্রথমবার ব়্যাম্পে হেঁটেছিলেন নব্যা। সেই ছবি পোস্ট হওয়ার পর তাতে বউদি ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তাঁদের একসঙ্গে দেখাও যায়নি ফ্যাশন উইকের কোনও অনুষ্ঠান।





