Conflict-Akshay-Aamir: আমিরের মুখোমুখি অক্ষয়, স্বাধীনতা দিবসের আগে সম্প্রীতি না যুদ্ধ?

Conflict-Akshay-Aamir: অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বিরাজ’-এই দুটি ছবি মুক্তি পেয়েছে ২০২২ সালে। দুটো ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

Conflict-Akshay-Aamir: আমিরের মুখোমুখি অক্ষয়, স্বাধীনতা দিবসের আগে সম্প্রীতি না যুদ্ধ?
আমির-অক্ষয় মুখোমুখি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2022 | 5:19 PM

অক্ষয় কুমার(Akshay Kumar) অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বিরাজ’-এই দুটি ছবি মুক্তি পেয়েছে ২০২২ সালে। দুটো ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এর মধ্যেই অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়াতে আজ ঘেষণা করলেন তাঁর পরবর্তী ছবি ‘রকসা বন্ধন’-এর (Raksha Bandhan) টিজার। সঙ্গে ছবি মুক্তির দিন। ১১ অগস্ট ২০২২ মুক্তি পাবে এই ছবি। ঠিক একই দিনে মুক্তি পাচ্ছে আমির খান (Aamir Khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা ‘(Lal Singh Chadda)। অনেক দিন আগেই আমির তাঁর ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। তিনি ছবির ট্রেলার থেকে প্রচার সবই শুরু করে দিয়েছেন। পর পর দুটো ছবি ফ্লপ। তারপর বছরের তৃতীয় ছবি মুক্তি করছেন আমিরের ছবির সঙ্গে অক্ষয়।

এই দেখে ইতিমধ্যেই বি-টাউনে শুরু হয়েছে আলোচনা। দুটোর ছবির বক্স অফিস রেকর্ড খারাপ হওয়ার পর হঠাৎ এই ধরনের সাহসিকতা কেন দেখাচ্ছেন অক্ষয়?  ছবির নাম থেকে বোঝাই যাচ্ছে, রাখি বন্ধন উৎসবকে উদযাপন করবে এই ছবি। ছবির টিজারের সঙ্গে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, “আপনাদের জন্য নিয়ে আসছি বন্ধনের সবচেয়ে বিশুদ্ধতম রূপের একটি গল্প, যা আপনাদের মনে করিয়ে দেবে আপন কোনও মানুষের কথা!” স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমির আনছেন লাল সিংকে। আর একই সময় পড়েছে রাখি বন্ধনের দিন। সেই দিনকে উদযাপন করবে অক্ষয়ের ছবি।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

দেশপ্রেম না ভাই-বোনের সম্পর্ক কোনটা দর্শককে মন জয় করবে, তা জানা যাবে ১১ অগস্ট। তবে তার আগেই শুরু হয়েছে চর্চা একই দিনে ছবি মুক্তি নিয়ে। এই সময় প্রভাস, সইফ আলি অভিনীয় ‘আদি পুরুষ’ ছবিরও মুক্তি পাওয়ার কথা ছিল। সেই ছবি আমিরের ছবির জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়। আমির খানের ছবি অনেক দিন আগেই তৈরি হয়েছিল। কোভিড পরিস্থিতির কারণে বারবার মুক্তি পিছিয়ে যাচ্ছিল লাল সিংয়ের। তাই একসঙ্গে দুটো ছবির মুখোমুখি টক্কর না হয়, তাই ‘আদি পুরুষ’ পিছিয়েছে ছবির মু্ক্তির দিন। অথচ অক্ষয় সেই টক্করেই গেলেন দুটো ছবি ফ্লপ হওয়ার পরও!

আনন্দ এল রাজ পরিচালিত ‘রকসা বন্ধন’-এ অক্ষয় আবার তাঁর ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির নায়িকা ভুমি পেডনেকরের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। অন্যদিকে আমির খান রি-ইউনিট করছেন করিনা কাপুর খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। দুটো ছবির বিষয় সম্পূর্ণ আলাদা। একটি ছবির ট্রেলার, অন্যটিক টিজারের সঙ্গে ক্যাপশন সেই কথাই বলছে। কিন্তু অক্ষয় কেন এই দিনটি বেছে নিলেন তা নিয়ে কথা হচ্ছে। তবে শেষ হাসি কে হাসবেন, দুজনেই না, কেউ নন, তা জানা যাবে ১১ অগস্ট।