Amitabh Bachchan: ‘ইয়ারানা’র ৪০ বছর, অমিতাভের কলমে ফের কলকাতা প্রেম

কী ঘটেছিল কলকাতার এনএস স্টেডিয়ামে জানিয়েছেন অমিতাভ।

Amitabh Bachchan: 'ইয়ারানা'র ৪০ বছর, অমিতাভের কলমে ফের কলকাতা প্রেম
অমিতাভ বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 8:13 AM

অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘ইয়ারানা’। মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। সে সময় অনেকের হয়তো জন্মও হয়নি। রাকেশ কুমারের পরিচালনায় তৈরি হয়েছিল ভারতীয় মিউজিক্যাল ড্রামাটি। অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন নিতু সিং কাপুর, তনুজা, আমজাদ খান, কাদের খান। ছবি মুক্তির ৪০ বছর কেটে গিয়েছে। সেই আনন্দে ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট করেছেন বিগ বি। ফের ধরা পড়েছে তাঁর কলকাতা প্রেমের কথা।

ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। চোখে সানগ্লাস, সাদা পোশাকে গিটার বাজাচ্ছেন অমিতাভ। ছবির বিখ্যাত গান ‘সারা জামানা হাসিনো কা দিওয়ানা’ লেখা পোস্টারে। তার উপরে ছবির ৪০ বছর পূর্তির উল্লেখ। ক্যাপশনে ফেলে আসা সময়ের স্মৃতি রোমন্থন করেছেন অমিতাভ। সেই সঙ্গে ব্যক্ত করেছেন কলকাতার প্রতি তাঁর প্রেম।

লিখেছেন, “দারুণ ছবিটির ৪০ বছর পূর্তি। কলকাতার এন এস স্টেডিয়ামে শুটিং হয়েছিল। সেই প্রথম স্টেডিয়ামে কোনও ছবির শুটিং হয়। কলকাতার ভিড়ের সেই উন্মাদনা। পৃথিবীর কোনও প্রান্তে গেলে আর পাওয়া যাবে না।”

প্রথম জীবনে কলকাতাতেই কর্মরত ছিলেন অমিতাভ। সেখানকার শিপিং ফার্ম ‘বার্ড অ্যান্ড কোম্পানি’তে চাকরিও করতেন। তারপর বলিউড পাড়ি। ছবিতে আসা। পরবর্তীকালে কলকাতার মেয়ে অভিনেত্রী জয়া বচ্চনকেই বিয়ে করেন। হয়ে যান কলকাতার জামাই। তাই কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক আজকের নয় অনেকদিনের।

এখনও চুটিয়ে অভিনয় করছেন বিগ বি। তিনি থাকা মানেই যে ছবি হিট, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বেশকিছু ছবি পাইপলাইনে আছে অমিতাভের। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করেছেন তিনি। সেই ছবিতে অমিতাভের কো-স্টাররা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ দেখা যাবে তাঁকে। হলিউড ছবি ‘দ্যা ইনটার্ন’-এর হিন্দি রিমেকে কাজ করবেন অমিতাভ। সেই ছবিতে ফের দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করবেন বিগ বি। বিকাশ বাহলের আসন্ন ছবি ‘গুডবাই’তেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চেহরে’।

আরও পড়ুনSuhana Khan: বলিউডে ডেবিউ করার আগেই মিলল সুহানা খানের ‘হামশকল’