Ananya Panday: সোমবার ফের এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদ অনন্যার; উঠে আসছে একাধিক তথ্য

আরিয়ানের মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা সবটাই ২০১৮-২০১৯ সালের। তাঁকে তিনবার ড্রাগ ডিলারদের নম্বর দিয়েছিলেন অনন্যা। এমনটাই জানা যাচ্ছে এনসিবির তরফ থেকে।

Ananya Panday: সোমবার ফের এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদ অনন্যার; উঠে আসছে একাধিক তথ্য
অনন্যা পাণ্ডে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 10:50 AM

গত দু’দিন ধরে এনসিবি জিজ্ঞাসাবাদ করছে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বইয়ের এনসিবি দফতরে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে অনন্যার। আগামী সোমবারও তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারির সঙ্গে জড়িয়ে পড়েছে অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের নামও। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে নার্কোটিক্স কনট্রোল ব্যুরো।

শুক্রবার বেলা আড়াইটে নাগাদ বাবা চাঙ্কির সঙ্গে এনসিবির দফতরে যান অনন্যা। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন চাঙ্কিকে অপেক্ষা করতে দেখা যায় অফিসের বাইরেই।

বৃহস্পতিবার আর্থার রোডের জেলে প্রথমবার ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই মন্নতে যায় এনসিবি। যায় অনন্যা পাণ্ডের বাড়িতেও। সেদিনই অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এনসিবি।

রিপোর্ট বলছে, আরিয়ানের সঙ্গে তাঁর একটি চ্যাট অনন্যাকে দেখায় এনসিবি। আরিয়ান নাকি তাঁকে ড্রাগের ব্যবস্থা করতে বলেছিলেন। উত্তরে চাঙ্কি-কন্যা বলেছিলেন, তিনি ব্যাপারটা দেখছেন। বিষয়টি নিয়ে বিশদে জানতে চায় এনসিবি। অনন্যা বলেন, তিনি নাকি মজা করছিলেন আরিয়ানের সঙ্গে।

আরিয়ানের মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা সবটাই ২০১৮-২০১৯ সালের। তাঁকে তিনবার ড্রাগ ডিলারদের নম্বর দিয়েছিলেন অনন্যা। এমনটাই জানা যাচ্ছে এনসিবির তরফ থেকে।

শুক্রবার অনন্যার বয়ান রেকর্ড করার জন্য তাঁকে ডেকেছিল এনসিবি। তিনি ড্রাগের নেশা করেন কিনা, আরিয়ানের সঙ্গে নেশা করেছেন কিনা, ড্রাগ ডিলারদের সঙ্গে নেশা করেছেন কিনা, জানতে চাওয়া হয়। প্রত্যেকবারই উত্তরে ‘না’ বলেছেন উঠতি অভিনেত্রী ও স্টারকিড। অন্যদিকে এক এনসিবি অফিসার বলেছেন, “অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই যে তিনি মাদককাণ্ডে যুক্ত।”

আরও পড়ুনAnanya Panday: দ্বিতীয়বার তলব, এনসিবি’র দফতরে পৌঁছলেন অনন্যা পাণ্ডে