Panama Papers leak: টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বের হলেন ঐশ্বর্যা

প্রসঙ্গত, পানামা কেলেঙ্কারিতে বচ্চন বধুর তলব আজকের ঘটনা নয়। এর আগেও তাঁকে দুবার সমন পাঠানো হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির থেকে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে এবার আর এড়িয়ে যেতে পারলেন না।

Panama Papers leak: টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বের হলেন ঐশ্বর্যা
ইডির দফতর থেকে বের হলেন ঐশ্বর্যা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 8:19 PM

পানামা নথি মামলায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের ফর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র দফতর থেকে বের হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সোমবারই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলে এ দিন বেলা দুটো নাগাদ ইডির দফতরে পৌঁছন ঐশ্বর্যা। যদিও তাঁর পরবর্তী হাজিরার দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, পানামা কেলেঙ্কারিতে বচ্চন বধুর তলব আজকের ঘটনা নয়। এর আগেও তাঁকে দুবার সমন পাঠানো হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির থেকে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে এবার আর এড়িয়ে যেতে পারলেন না। সংবাদ সংস্থা মারফত আগেই জানা গিয়েছিল, বিদেশে গচ্ছিত ধন-সম্পত্তি নিয়েই ঐশ্বর্যাকে প্রশ্ন করবে ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে শুধু ঐশ্বর্যা নয়, ২০১৬ সালে ফাঁস হওয়া এই গোপন নথিতে নাম জড়িয়েছিল অমিতাভ বচ্চনেরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মোজাক ফোনসেকা নামে পানামার একটি আইনি সংস্থার সাহায্যে আয়ের বিদেশি উৎস দেখিয়ে আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। পানামা নথিতে নাম জড়ানোয় প্রধানমন্ত্রীত্ব খোয়াতে হয়েছিল নওয়াজ শরিফকেও।

দেশে কর ফাঁকি দিয়ে বিদেশের ব্যাঙ্কে টাকা রাখার অভিযোগ এই প্রথম নয়। এই প্রসঙ্গে এর আগে বহুবার উঠে এসেছে সুইস ব্যাঙ্কের নাম। ইদানিংকালে বিভিন্ন দ্বীপরাষ্ট্রে টাকা গচ্ছিত রাখার প্রবণতা বেড়েছে। তেমনই এক দ্বীপ এই পানামা। পানামা কেলেঙ্কারিতে ফের ঐশ্বর্যাকে তলব নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে বচ্চন পরিবারের অন্দরে।