Ajay Devgn: গুরু পূর্ণিমার দিন পুরনো ছবি পোস্ট করে লিখলেন ‘আমি ভাগ্যবান’, কার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অজয়ের?
পোস্টটিতে প্রতিক্রিয়া হিসেবে ভক্তরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। এক অনুরাগী লিখেছেন, ‘তরুণ প্রজন্মকে এক ভাল পরামর্শ’।
শনিবার প্রয়াত পিতা বীরু দেবগণকে শ্রদ্ধা জানান অভিনেতা অজয় দেবগণ। বাবার কাছ থেকে শিখতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন অজয়। গুরু পূর্ণিমা উপলক্ষে টুইটারে অজয় তাঁর বাবার সঙ্গে তোলা একটি পুরানো ছবি শেয়ার করেন। ছবিতে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পিতা-পুত্রকে। বাবা বীরু ছেলের কাঁধে হাত দিয়ে রয়েছেন।
অজয় দেবগন পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘এই শুভদিনে আমার পিতা (বীরু দেবগন) আমার গুরুকে অভিবাদন জানাই। তাঁর কাছ থেকে আমার জীবন ও কেরিয়ারে পাঠ শেখার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি একজন মূল্যবান উপহার যা আমি সম্মাবের সঙ্গে ব্যাজের মতো বহন করি। #গুরুপূর্ণিমা।’
Saluting my father (Veeru Devgn), my Guru, on this auspicious day. I was fortunate to get my life and career lessons from him. A valued gift that I carry with me like a badge of honour????#GuruPurnima pic.twitter.com/LSezBZclhE
— Ajay Devgn (@ajaydevgn) July 24, 2021
পোস্টটিতে প্রতিক্রিয়া হিসেবে ভক্তরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। এক অনুরাগী লিখেছেন, ‘তরুণ প্রজন্মকে এক ভাল পরামর্শ’। অন্যজন লেখেন, ‘তিনি আপনার এবং সকলের পরামর্শদাতা ছিলেন’ তৃতীয়জন লিখেছেন, ‘লাভ ইউ অজয় স্যার।’ গত মাসে তাঁর প্রয়াত পিতার জন্মবার্ষিকীতে অজয় তাঁর সঙ্গে একটি ছবি টুইট করেছিলেন। ক্যাপশন লেখেন, “আমি আপনাকে প্রতিদিন মিস করি, আজকের দিনে আরও। তাই শুভ জন্মদিন পাপা। জীবন আর আগের মতো রইল না।’ ২০১৯ সালে মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে বীরু দেবগণ মারা যান।
অজয়ের এই টুইটের জবাবে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র লিখেছিলেন, ‘অজয়, আমার ছেলে, তোমাকে ভালবাসি। সুস্থ ও শক্তিশালী হও। তোমার বাবা, আমার সবচেয়ে স্নেহময় সঙ্গী ছিল। তাকে সর্বদা ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। যত্ন নিও।’ অজয়ও ধর্মেন্দ্রর রিপ্লাইয়েলেখেন, ‘ধরমজি, তোমার ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। পাপা এবং আমি দুজনই তোমাকে ভালবাসতাম এবং আমি আজও বেসে যাচ্ছি। পাজি তোমার প্রতি শ্রদ্ধা।’