Raj Kundra: কীভাবে মোবাইলের মাধ্যমে ৩০-৫০ মিলিয়ন ইউজারদের কাছে পৌঁছবেন, জানাচ্ছেন রাজ কুন্দ্রা! ভিডিয়ো ভাইরাল

রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অ্যাপটির নাম হটশটস।

Raj Kundra: কীভাবে মোবাইলের মাধ্যমে ৩০-৫০ মিলিয়ন ইউজারদের কাছে পৌঁছবেন, জানাচ্ছেন রাজ কুন্দ্রা! ভিডিয়ো ভাইরাল
রাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 1:10 PM

এক সপ্তাহ হতে চলল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা প্রতিদিনের শিরোনামে নিজেকে রেখে দিয়েছেন। গত সোমবার ১৯ জুলাই, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অশ্লীল কনটেন্ট প্রকাশ এবং প্রযোজনার অভিযোগে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। তাঁর আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেন যে অ্যাপগুলিতে অশ্লীল কনটেন্ট তৈরি করা হয়েছে, পর্ন নয়।

আগামী ২৭ জুলাই পর্যন্ত রাজের হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি এটিকে অবৈধ বলে অভিহিত করেন এবং চ্যালেঞ্জও জানান।  মুম্বই হাইকোর্টের দারস্থ হয়েছেন। তার আবেদনে, পরিণাম আইনের মাধ্যমে, ব্রিটিশ পাসপোর্টধারী এবং ভারতের বিদেশী নাগরিক, রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করার আগে নোটিশ দেওয়ার দরকার ছিল। এবং এসব  মামলা এবং সমস্ত বিতর্ক চলাকালীন, রাজের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের স্টার্টআপ ব্যবসার পরামর্শ দিচ্ছেন। গোটা ভিডিয়োর এক নির্দিষ্ট অংশ ভাইরাল হচ্ছে।

ভিডিয়োতে, রাজকে কোভিডে মোবাইল ফোন ব্যবহারকারীদের টার্গেট করার বিষয়ে কথা বলতে দেখা যায় কারণ প্রচুর মানুষ তাঁদের মোবাইল ফোনে ব্যবহার করে এই সময়ে। তিনি বলেন “যে কোনও ধরণের প্রযুক্তি, যে কোনও জিনিস যা মানুষকে তাদের ফোনের প্রতি নজর কাড়ে…আমি বলব আজকের দিনে আপনি যে কোনও ব্যবসায়িক উদ্যোগের দিকে তাকিয়ে আছেন তাতে মোবাইল জড়িত।” তিনি আরও বলেন, “মহামারী প্রমাণ করে দিয়েছে যে মোবাইল ফোন ব্যবহার করতেই হবে এবং এটি ইতিবাচক উপায়ে ব্যবহার করতে হবে। আপনার পরবর্তী আবিস্কারকে বলতে হবে ‘আমি আরও ৩০-৪০–৫০ মিলিয়ন ইউজার পাচ্ছি যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার পণ্যে ঢুকছে এবং এটা আমায় বিক্রি করতে সাহায্য করবে’ আপনি বাড়ি থেকে কাজ করতে পারবেন,” বলেন রাজ।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অ্যাপটির নাম হটশটস। গত বছর দেশে এই জাতীয় সামগ্রীর নিষেধাজ্ঞার পর থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর অ্যাপটি সরিয়ে দিয়েছে। পুলিশ সূত্র পিটিআইকে জানিয়েছে যে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে জানা যায় যে রাজ কুন্দ্রা এবং তার সহযোগীরা এই ব্যবসাটি চালিয়ে যাওয়ার জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছিলেন। এই সপ্তাহের শুরুতে, কপিল শর্মার শো-তে রাজ কুন্দ্রাকে তাঁর আয়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন কপিল। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন Karan Johar: ‘কফি’র কাপ ছেড়ে ‘বিগ বস’-এর ঘরে? নতুন সিজনে ভাইজান নন হোস্ট করণ জোহর!