Alia Bhatt: বছরের শেষে ভক্তদের একগুচ্ছ উপহার আলিয়ার, দেখা মাত্রই খুশির জোয়ার নেটপাড়ায়
Alia Bhatt: ২০২২ সাল রণবীর ও আলিয়ার জন্য সবথেকে বিশেষ বললে ভুল বলা হবে না। বিয়ে থেকে সন্তান জুটির প্রথম ছবি মুক্তি পাওয়া, সবই এই বছরে ফ্রেমবন্দি হয়েছে।
বছরভর খবরের শিরোনামে আলিয়া ভাট। শুরুতেই সঞ্জয় লীলা ভনসালির ছবিতে আলিয়া ভাট নজর কাড়েন। যা দেখে স্পষ্টই সকলে মন্তব্য করেছিলেন স্টারকিড এবার পরিণত। তবে সেখানেই থেমে থাকা নয়, তার কয়েকদিনের মাথায় বিয়ের খবর সামনে আনেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বহু প্রতীক্ষিত এই বিয়ে হঠ্যাৎ দু-সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়ে যায়। এরপর থেকে ব্রহ্মাস্ত্র ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। একের পর এক খবরের জেরে বারে-বারে ফ্রেমবন্দি যখন আলিয়া ভাট, তখনই তিনি দেন আরও এক সুখবর দিলেন ভক্তদের। মা হতে চলেছেন তিনি। সেই সঙ্গে ছবি প্রোমোশনেও ব্যস্ত হয়ে পড়েন আলিয়া। খুব একটা ছুটি নিতে দেখা যায়নি তাকে।
অন্তঃসত্ত্ব অবস্থাতেই প্রমোশনের জন্য ছোটাছুটি করেছেন তিনি। এরপর ব্রহ্মাস্ত্র বক্স অফিসে ভাল মতো সাড়া ফেলার পর, আলিয়ার রণবীর জুটিকে ঘিরে চর্চা নেটপাড়ায় ওঠে আরও তুঙ্গে। কয়েক মাসের বিরতিতে আবারও আলিয়াকে নিয়ে শুরু হয় জল্পনা। এরই মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন তিনি, মেয়ের নাম রেখেছেন রাহা। তবে খুব একটা বিরতি নয়, তিনি কয়েক সপ্তাহের মধ্যেই নিজেকে ফিট করে আবারও ফিরেছেন ক্যামেরার সামনে।
View this post on Instagram
ফলে ২০২২ সাল রণবীর ও আলিয়ার জন্য সবথেকে বিশেষ বললে ভুল বলা হবে না। বিয়ে থেকে সন্তান জুটির প্রথম ছবি মুক্তি পাওয়া, সবই এই বছরে ফ্রেমবন্দি হয়েছে। বছর শেষে তাই বেশ কয়েকটি ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন আলিয়া ভাট। যেখানে ভ্রমণ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা অবস্থায় সময় কাটানো, ডেটিং থেকে শুরু করে ভরপেট ভুরিভোজ, সবের দেখা মিলল মনতাজের মধ্যে। ছবি দেখা মাত্রই আলিয়ার ভক্তদের মন পলকের খুশিতে ভরে ওঠে। কমেন্ট বক্সে ভক্তদের উপচে পড়া ভিড়।