Alia-Ranbir: রণবীরই তাঁর ‘জীবন’, প্রেমিকের জন্মদিনে গাঢ় হল আলিয়ার প্রেম
রণবীর ইনস্টাগ্রামে না থাকলে কী হবে তাঁর জন্মদিনে সকাল থেকেই মা নিতু কাপুর, দিদি ঋদ্ধিমা...একের পর এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায় প্রতি পোস্টেই হাজির আলিয়া।
ওঁরা প্রেমে বাঁচেন। প্রেমে থাকেন প্রতিটা ক্ষণ। অনুরাগীদের দিতে থাকেন ‘কাপল গোলস’। কখনও চুপিচুপি চলে যান আফ্রিকান সাফারিতে আবার কখনও বা পড়ন্ত বেলায় লেকের পাশে আঁকড়ে থাকেন দুজন দুজনকে। সেই ছবিই কখনও সখনও ভেসে ওঠে আলিয়ার ইনস্টাগ্রামে। রণবীর কাপুরের ক্ষেত্রে অবশ্য তার জো নেই। কারণ, তিনি ইনস্টাগ্রামেই নেই।
আজ অর্থাৎ মঙ্গলবার আলিয়ার প্রেমিকের জন্মদিনে। প্রেমিকের আলিয়া যেন আরও রোম্যান্টিক। গাঢ় হল প্রেম। সেই প্রেমের হ্যাংওভার ব্যক্তিগত জীবন ছাপিয়ে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামের পাতাতেও। সূর্য ডোবার আগে কোনও এক অচেনা হৃদের সামনে রণবীরকে জড়িয়ে বসে থাকার ছবি পোস্ট করেছেন আলিয়া। তাঁদের মুখ দেখা যাচ্ছে না। শুধু ডোবার আগের সূর্যর ক্ষীণ হয়ে আসা আভা ধুইয়ে দিচ্ছে গা। পোস্টের ক্যাপশন বলছে, রণবীরই তাঁর জীবন। হ্যাঁ, এমনটাই লিখেছেন আলিয়া। আরও একবার বুঝিয়ে দিয়েছেন তাঁরা প্রেমেই আছেন। দেখতে দেখতে চার বছর হতে চলল যে!
View this post on Instagram
রণবীর ইনস্টাগ্রামে না থাকলে কী হবে তাঁর জন্মদিনে সকাল থেকেই মা নিতু কাপুর, দিদি ঋদ্ধিমা…একের পর এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায় প্রতি পোস্টেই হাজির আলিয়া। তিনি যে কাপুর পরিবারের অংশ হতে চলেছেন এ কথা যেন মেনেই নিয়েছেন নিতু-ঋদ্ধিমারা। এ বছরই হয়তো বিয়েটা করে নিতেন তাঁরা। কিন্তু করোনার কারণে করতে পারেননি এ কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন রণবীর নিজেই।
২০১৭ থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর–আলিয়া। ঋষি কাপুর ক্যানসারের চিকিৎসার কারণে আমেরিকায় থাকার সময় তাঁকে দেখতে গিয়েছিলেন আলিয়া। কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠানেই নায়িকার উজ্জ্বল উপস্থিতি। রণবীরের মা নীতু কাপুর অত্যন্ত পছন্দ করেন আলিয়াকে। এর আগে কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে আলিয়ারও সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে জড়িয়েছে নাম।
করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং নিয়ে আপাতত ব্যস্ত আলিয়া। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন রণবীর সিং। কলকাতা থেকে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরিও এই ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আলিয়া এবং রণবীর অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এখনও মুক্তির অপেক্ষায়। আর ফ্যানেরা অপেক্ষায় ‘রালিয়া’র বিয়ের তারিখ ঘোষণার।
আরও পড়ুন- Srabanti-Roshan: রোশনের সঙ্গে তিক্ততা চরমে, শ্রাবন্তীর নয়া পোস্টে এ কীসের ইঙ্গিত?