চৌষট্টি বছরে দাঁড়িয়ে একের পর এক ফিটনেস গোল দিচ্ছেন ‘মিস্টার ইন্ডিয়া’!
অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স থ্রিলার ‘একে ভার্সাস একে’-তে।
রাজ মেহেতার পরের ছবি ‘যুগ যুগ জিও’-র শুটিং চলাকালীন আক্রান্ত হন কোভিডে। কিন্তু সেরে উঠতে ফের চাঙ্গা বছর চৌষট্টির অভিনেতা। বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখন বলিউডের কচিকাচাদের তারুণ্যে কয়েক গোল দিয়ে দিতে পারেন ‘মিস্টার ইন্ডিয়া’। কথা হচ্ছিল অনিল কাপুর প্রসঙ্গে। এই তো কিছুদিন আগে বলিউড অভিনেতা অনিল কাপুর ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ বিচারকের আসনে বসে ছিলেন। পাশে ছিলেন মিঠুন চক্রবর্তী-দেব। কে বলবে এ বয়সেও সমানভাবে মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন অনিল। এ কারণে অভিনেতার কাছে প্রাধান্য পায় নিয়মিত শরীরচর্চা। আর তার প্রমাণ মিলল তাঁর ইনস্টা পোস্টে।
View this post on Instagram
নিজের ওয়ার্কআউটের এক ছবি পোস্ট করেন তিনি। ইনটেন্স লুক। স্লিভলেস টিশার্ট। ক্যাপশনে লেখা, “লকডাউন বাধ্যতামূলক। কিন্তু এ সময়ে আপনি কী করেন তা স্বেচ্ছামূলক।’ একের পর এক কমেন্টে নেটিজেন ভরিয়ে দিচ্ছে ভালবাসা। লিখছেন, ‘আপনি অনুপ্রেরণা’। অভিনেতা করণ টাকার লিখলেন, ‘আপনার রুটিন শেয়ার করুন প্লিজ’। ‘যুগ যুগ জিও’র অনিলের সহঅভিনেত্রী প্রজক্তা
View this post on Instagram
কাজের দিকে অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স থ্রিলার ‘একে ভার্সাস একে’-তে। অনুরাগ কাশ্যপও ছিলেন ফিল্মে। গত বছর তিনি দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘মলং’-এ অভিনয় করেছিলে। অভিনেতা এখন ভীষণ ব্যস্ত । তাঁকে ধর্মা প্রোডাকশনের ‘যুগ যুগ জিও’তে, নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি সঙ্গে দেখা যাবে। রণবীর কাপুর, ববি দেওল এবং পরিণীতি চোপড়ার সঙ্গে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’এও অভিনয় করছেন অনিল।
View this post on Instagram