“লেসবিয়ান কোনও সম্পর্ক জড়িয়ে ছিলেন?” প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা যা বললেন…
প্রিয়াঙ্কা তাঁর রোমান্টিক অতীত দিনের সম্পর্কগুলোকে বই হিসেবে প্রকাশও করেছেন। তাঁর আত্মজীবনী— ‘আনফিনিশড’।
‘কফি উইদ করণ’। শোয়ের নাম শোনা মাত্র একের পর এক শব্দ কানে ভিড় করে। কন্ট্রোভার্সি, গসিপ, ইয়ার্কি আবার অপমানও। সেলিব্রিটি বেষ্টিত শোয়ের আড্ডার ছলে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় যা বিব্রতকরও বটে। ২০১৪ সালে ‘কফি উইদ করণ’-এ করণ জোহরের মুখোমুখি বসেছিলেন প্রিয়াঙ্কা এবং দীপিকা। হোস্ট করণ জোহর তাঁদের দু’জনকে প্রশ্ন করেন জীবনে কোনও লেসবিয়ান সম্পর্কে তাঁরা জড়িয়েছিলেন কি না?
আরও পড়ুন চৌষট্টি বছরে দাঁড়িয়ে একের পর এক ফিটনেস গোল দিচ্ছেন ‘মিস্টার ইন্ডিয়া’!
উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “সম্পর্ক কি না জানি না, প্রস্তাব পেয়েছিলাম।” প্রিয়াঙ্কা গোটা ঘটনাটি খুলে বলেন করণকে। তিনি বলেন, কিছু বছর আগে তাঁকে এক মহিলা প্রেম প্রস্তাব দিয়েছিলেন। মহিলা বুঝতে পারেননি যে প্রিয়াঙ্কা ‘তেমন’ নন। তিনি এসে প্রিয়াঙ্কার প্রতি অতিরিক্ত মিষ্টি ব্যবহার করছিলেন, একটু বেশি প্রশংসা এবং ফ্লার্ট করছিলেন। প্রিয়াঙ্কা বুঝতে পারছিলেন না তাঁকে কী বলবেন, তার প্রধান কারণ তিনি প্রিয়াঙ্কার পরিচিত, এবং পরে তিনি এও বলেন যে সেই মহিলা করণ জোহরেরও পরিচিত। তবে পরের দিকে ব্যাপারটি এড়িয়ে যাওয়ার জন্য প্রিয়াঙ্কা বলেছিলে, যে, তাঁর বয়ফ্রেন্ড আছে এবং তিনি ছেলেদের পছন্দ করেন। যদিও সে সময়ে প্রিয়াঙ্কা কোনও সম্পর্কে ছিলেন না।
View this post on Instagram
প্রিয়াঙ্কা তাঁর রোমান্টিক অতীত দিনের সম্পর্কগুলোকে বই হিসেবে প্রকাশও করেছেন। তাঁর আত্মজীবনী— ‘আনফিনিশড’। অভিনেত্রী বইতে তাঁর কুড়ি-তিরিশ বছর বয়সের রোমান্টিক সম্পর্ক নিয়ে লিখেছেন। এক সম্পর্কে ভেঙে যাওয়ার চুরমার হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। পরে নিজেই সামলে উঠেছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাস স্বীকার করেছেন যে বিশেষত প্রিয়াঙ্কার সম্পর্কের অংশগুলো পড়তে তিনি বেশি আগ্রহী।