Ranbir Kapoor Apology: ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে ক্ষমা চাইলেন রণবীর অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়ার কাছে
Ranbir Kapoor Apology: বুধবার রণবীরকে চেন্নাইতে এসএস রাজামৌলি এবং নাগার্জুনের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' প্রচারে পাওয়া যায়। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত বিতর্কের প্রতিক্রিয়া জানান তিনি।
ক্ষমা চাইলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি তিনি তাঁর স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) উদ্দেশ্যে মন্তব্য করেন তাঁর স্ফীত পেট দেখিয়ে বলেছিলেন, কেউ একজন ‘ফাইলোড’ হচ্ছেন। এটা বলেন রণবীর ইউটিউবে একটি লাইভ কথোপকথনের মাঝেই। যা শুনে অবাক হন আলিয়া নিজেও। তাকিয়ে থাকেন স্বামীর দিকে। তখন রণবীর হেসে বলেন, ‘মজা করছিলেন’। আর ঠিক এখানেই হয়েছে গণ্ডগোল। অন্তঃসত্ত্বা স্ত্রীর বেবি বাম্প দেখিয়ে এমন ‘মসকরা’ মেনে নেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি। সঙ্গে উঠেছে সমালোচনার ঝড়। তিনি শুধু নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকেই নন, সমস্ত গর্ভবতী স্ত্রীদের অপমান করেছেন বলে বলতে থাকেন নেটিজ়েনরা।
এই সমালোচনার পর বুধবার রণবীরকে চেন্নাইতে এসএস রাজামৌলি এবং নাগার্জুনের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারে পাওয়া যায়। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত বিতর্কের প্রতিক্রিয়া জানান তিনি। মিডিয়া কথোপকথনের সময় রণবীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নেটিজ়েনরা তাঁর প্রতি বিরক্ত হয়েছেন আলিয়াকে অমন মন্তব্য করার জন্য। তিনি তাঁর মন্তব্যটি কী বলতে চান? রণবীর প্রশ্ন শুনে সময় নেননি এক মুহূর্তও, দ্রুত ক্ষমা চেয়েছেন এবং স্বীকারও করে নেন যে তাঁর ‘সেন্স অফ হিউমার’ খুব খারাপ।
রণবীর বলেন, “হ্যাঁ, অবশ্যই। প্রথমেই শুরু করি, আমার জীবনে যা আছে সব দিয়েই আমি আমার স্ত্রীকে ভালোবাসি। এবং তাতে যা হয়েছে, আমি মনে করি এটা একটা কৌতুক যা মজার হয়ে ওঠেনি। আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমি সত্যিই ক্ষমা চাইতে চাই। এটা আমার উদ্দেশ্য ছিল না। তাই যাঁরা বিরক্ত বা আঘাত পেয়েছেন তাঁদেরকে আমি দুঃখিত বলতে চাই। আমি আলিয়ার সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম এবং সে সত্যিই হেসেছিল এবং সে এতে কিছু মনে করেননি। কিন্তু আমার ‘সেন্স অফ হিউমার’ খুব খারাপ এবং কখনও কখনও এটি আমার নিজের মুখেই পাল্টা এসে পড়ে। তাই আমি যদি এটির জন্য কাউকে কষ্ট দিয়ে থাকি তবে আমি দুঃখিত।”
আলিয়া এবং রণবীর শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন তাঁরা। আবার এই জুটিকে প্রথমবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে। এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের বন্ধুত্ব, প্রেম। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এূং মৌনি রায়। আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে।