Shahrukh Khan: শাহরুখের প্রত্যেক জন্মদিনে তাঁর নামে চাঁদে একর-একর জমি কেনেন অস্ট্রেলিয়ার এই বৃদ্ধা

Shahrukh Khan Unknown Facts: কিং খানের জীবনে এমন বিচিত্র ঘটনা কমই ঘটেছে। তাঁর অনুরাগী সংখ্যা প্রচুর। কিন্তু এমন অনুরাগীও আছেন, যাঁরা তাঁকে নিঃস্বার্থভাবে ভালবাসেন। ভালবেসে এমন কাজ করেন, যা শাহরুখের নিজের মানুষগুলোও করেননি কোনওদিন। তেমনই এক অনুরাগী এই অস্ট্রেলিয়ান বৃদ্ধা।

Shahrukh Khan: শাহরুখের প্রত্যেক জন্মদিনে তাঁর নামে চাঁদে একর-একর জমি কেনেন অস্ট্রেলিয়ার এই বৃদ্ধা
ভক্তের সঙ্গে শাহরুখ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 10:25 AM

শাহরুখ খানের ফ্যান সর্বত্র। তিনি যেভাবে অনুরাগীদের ভালোবাসা দেন, বিশেষ করে মহিলাদের সম্মান করেন, তাতে সকলেই তাঁকে নিয়ে খুশি। শাহরুখ খানের ভক্তকুলের মধ্যে এমন ভক্তও আছেন যাঁরা এমন বিচিত্র কাণ্ড ঘটান শুনলে সকলেই চমকে যাবেন। তেমনই এক আশ্চর্য ভক্তের কথা জানেন কি?

সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের ভক্ত। অস্ট্রেলিয়ায় এক বৃদ্ধা তাঁকে অত্যন্ত স্নেহ করেন। শাহরুখ খানের প্রত্যেক জন্মদিনে বিচিত্র ঘটনা ঘটান তিনি। যা শাহরুখের আপন মানুষগুলোও করেন না। করেন না তাঁর পরিবারের কোনও সদস্যও। সেই মহিলা প্রত্যেক বছর শাহরুখের জন্মদিনে চাঁদে জমি কেনেন। এমন করতে-করতে চাঁদে একর-একর জমি তিনি কিনে ফেলেছেন শাহরুখের নামে। বিষয়টিতে চমকে যান শাহরুখ। নতজানু হয়ে যান সেই বৃদ্ধার সামনে।

আপনি কি জানেন, ৫৫৫ সংখ্যার জন্য আলাদা প্রেম রয়েছে শাহরুখের। এই সংখ্যাটি নিয়ে শাহরুখ অত্যন্ত উচ্ছ্বসিত। কিং খানের মোবাইল নম্বর তাঁর গাড়ির নম্বর, মোবাইল নম্বরের মধ্যে ছড়িয়ে রয়েছে ৫৫৫। এমনকী তাঁর সহকারীদের অনেকের ফোন নম্বরের মধ্যে রয়েছে এই ৫৫৫ নম্বরটি। নম্বরটিকে লাকি মনে করেন কিং খান। তিনি মনে করেন তাঁর জীবনের সাফল্য এসেছে এই নম্বরের কারণেও।

আদিত্য চোপড়ার পরিচালনায় তৈরি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শাহরুখ খানের কেরিয়ারের ব্লকবাস্টার ছবি। এখনও পর্যন্ত মুম্বইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে চলছে এই ছবি। কাজলের সঙ্গে অভিনীত এই ছবিটি কালজয়ী এক অর্থে। মোড় ঘুরিয়ে দিয়েছিল কিং খানের জীবনের। জানেন কি, এই ছবিটি তৈরি করার সময় চিত্রনাট্যও পড়েনি কিং খান। আদিত্য চোপড়ার প্রতি বিশ্বাস এবং ভালবাসার কারণে ছবিটি তৈরি করেছিলেন তিনি। এবং সেটি হয়েছে কালজয়ী ছবি।