SRK: ‘এত নাটক’, দিওয়ালি পার্টিতে শাহরুখের কাণ্ড দেখে বিরক্ত ভক্তরা

SRK: শাহরুখ খান-- তিনি বেতাজ বাদশা। সেই বাদশার উপরেই বেশ রেগে গেলেন ভক্তরা। কেন জানেন? তাঁদের অভিযোগ, বহুদিন পর, পরপর দু'টি হিটের পরেই নাকি ভক্তদেরই আর পাত্তা দিচ্ছেন না তিনি। সম্প্রতি প্রযোজক অমৃতপাল সিংয়ের তারকা ঘেরা দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন কিং খান। কিন্তু এ কী!

SRK: 'এত নাটক', দিওয়ালি পার্টিতে শাহরুখের কাণ্ড দেখে বিরক্ত ভক্তরা
সপরিবারে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 9:40 AM

শাহরুখ খান– তিনি বেতাজ বাদশা। সেই বাদশার উপরেই বেশ রেগে গেলেন ভক্তরা। কেন জানেন? তাঁদের অভিযোগ, বহুদিন পর, পরপর দু’টি হিটের পরেই নাকি ভক্তদেরই আর পাত্তা দিচ্ছেন না তিনি। সম্প্রতি প্রযোজক অমৃতপাল সিংয়ের তারকা ঘেরা দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন কিং খান। কিন্তু এ কী! শাহরুখের গাড়ি জায়গায় পৌঁছতেই পাপারাৎজির মন খারাপ। গোটা গাড়ি ঢাকা রয়েছে কালো রঙের পর্দায়। শাহরুখ খানের মুখ তো দূর, তাঁর পোশাকও কিন্তু দেখতে পাওয়া দুষ্কর। আর এতেই বেজায় রেগেছেন এসআরকে’র ভক্তরা।

ভিডিয়ো ভাইরাল হতেই একজন লিখেছেন, “সত্যিকারের রাজা কখনও এভাবে মুখ ঢেকে চলে না।” আর একজন লিখেছেন, “জনসাধারণের আবেগও আপনার বোঝা উচিৎ। তাঁদের ছাড়া আপনি কিছুই নয়। এরকমটা নাও করলে পারতেন।”

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

ওই পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ কন্যা সুহানা খানও। তিনি পরেছিলেন শাড়ি। না, বাবার পথে হাঁটেননি সুহানা। বরং সবার সঙ্গে হাসিমুখে অভিবাদন করেছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন। মা গৌরী খান গিয়েছিলেন অন্য এক পার্টিতে। অবাক কাণ্ড! মুখ দেখাতে রাজি হননি তিনিও। চুল দিয়ে ঢেকে রেখেছিলেন মুখ। সে যাই হোক! আপাতত ডিসেম্বর জুড়ে বাবা ও মেয়ের একগুচ্ছ কাজ। ‘আর্চিজ’ ওয়েব সিরিজ দিয়ে বলিউডে ডেবিউ হচ্ছে সুহানার। ওদিকে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি ‘ডানকি’। ছবিটির পরিচালক রাজকুমার হিরানী।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)