Anushka Sharma: সন্তান আসছে, হাজার চেষ্টা সত্ত্বেও বেবিবাম্প লুকোতে পারলেন না অনুষ্কা!

Anushka Sharma: অনুষ্কা শর্মা কি মা হচ্ছেন? এই নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনার অন্ত ছিল না। যথাসম্ভব পাপারাৎজিকে এড়িয়েই যাচ্ছিলেন তিনি। অনেকেই মনে করছিলেন হয়তো বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করবেন তিনি। কিন্তু না, তা আর হল কই?

Anushka Sharma: সন্তান আসছে, হাজার চেষ্টা সত্ত্বেও বেবিবাম্প লুকোতে পারলেন না অনুষ্কা!
'ওই দেখা যায় বেবিবাম্প'
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:28 PM

অনুষ্কা শর্মা কি মা হচ্ছেন? এই নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনার অন্ত ছিল না। যথাসম্ভব পাপারাৎজিকে এড়িয়েই যাচ্ছিলেন তিনি। অনেকেই মনে করছিলেন হয়তো বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করবেন তিনি। কিন্তু না, তা আর হল কই? রবিবার বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ। তার আগেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বিরাট হাজির হয়েছেন সেখানে। টিম হোটেলে প্রবেশ করা মাত্রই ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। পরেছিলেন কালো রঙের ঢিলেঢোলা পোশাক। তাতে আর বেবিবাম্প লুকোনো গেল কই? বিরাটের হাতে হাত ধরে অনুষ্কা শর্মা পৌঁছতেই ক্যামেরাবন্দী হলেন তিনি। আর সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নিশ্চিত ভামিকা দিদি হচ্ছে।

জীবনের যাত্রায় সব সময় অনুষ্কাকে পাশে পেয়েছেন বিরাট। খারাপ ফর্মের কারণে যখন বারেবারেই বিদ্ধ হয়েছেন তিনি। পাশে ছিলেন অনুষ্কা। বিরাট সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, ‘অনুষ্কাই আমাকে শিখিয়েছে, খারাপ সময় কী ভাবে নিজের পাশে থাকতে হয়। ওই সময় সততা রাখাটা কতটা জরুরি। যে সেটা পারে, ঠিক খারাপ সময় থেকে বেরিয়ে আসে।’ সম্প্রতি বিরাটের জন্মদিন ছিল। জন্মদিনের ১০০ করেছিলেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তুখোড় ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই। বেশ কিছু বছর নিজেকে সেলুলয়েড থেকে নিজেকে গুটিয়েই রেখেছেন অনুষ্কা। মা হওয়ার পরেই কি তিনি আবার ফিরবেন ময়দানে, এই প্রশ্নই এখন তাঁর ভক্তদের মনে।