Bollywood Secrets: মাথায় মদের গেলাস নিয়ে নেচে এই ‘বাচ্চা’টা বিখ্যাত, বলুন তো কে?
Guess Who? : ছোট্ট একটা ছেলে। ফোলা-ফোলা গাল। মিষ্টি মুখের চাহনি। মাথায় চুল কম। এই ছেলেটাই মাথায় গেলাস নিয়ে নেচে গোটা পৃথিবীকে বশ করেছে। ছেলেটির বাবা বলিউডের বিখ্য়াত অভিনেতা। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার আগে ভরপুর মদ্যপান করে বিচ্ছিরি ঝামেলা করেন এবং ফলস্বরূপ তাঁর বিয়েটাই ভেঙে যায়। তাঁরই পুত্র এই বাচ্চাটি। এখন সে প্রচণ্ড জনপ্রিয়। চারিদিকে তার নামডাক।

ছোট্ট একটা ছেলে। ফোলা-ফোলা গাল। মিষ্টি মুখের চাহনি। মাথায় চুল কম। এই ছেলেটাই মাথায় গেলাস নিয়ে নেচে গোটা পৃথিবীকে বশ করেছে। ছেলেটির বাবা বলিউডের বিখ্য়াত অভিনেতা। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার আগে ভরপুর মদ্যপান করে বিচ্ছিরি ঝামেলা করেন এবং ফলস্বরূপ তাঁর বিয়েটাই ভেঙে যায়। তাঁরই পুত্র এই বাচ্চাটি। এখন সে প্রচণ্ড জনপ্রিয়। চারিদিকে তার নামডাক।
একটা সময় রোম্যান্টিক হিরো হিসেবে পরিচিত ছিলেন এই তারকা সন্তানের। কিন্তু কয়েক বছর কাজ করার পরই বাতিল হয়ে যান বলিউড থেকে। পাত্তাই পেতেন না। তখন গানের কাছে আশ্রয় খোঁজেন এই অভিনেতা। সংসার যে চালাতে হবে। তাই হোটেলে-হোটেলে ‘ডিস্ক জকি’ (ডিজে) হিসেবে কাজ করেছিলেন তিনি।
এই মুহূর্তে একটি ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে মাত্র ১৫ মিনিট অভিনয় করে ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। সেই ছবিতে নির্বাক ভিলেনের চরিত্রে দেখা যায় তাঁকে। একটিও সংলাপ নেই তাঁর। কিন্তু ভরপুর হিংসায় ভরিয়ে দিয়েছেন ছবিতে। সবাই তাঁর নতুন নামকরণও করেছেন। এবং বলেছেন, “কামব্যাক করতে হলে, এনার মতোই করতে হয়।”
এই ব্যক্তি ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওল। যে ববিকে নিয়ে এখন আলোচনা চারদিকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছেন ববি। এবং তাঁর পারফরম্যান্স দেখে সমালোচনা এবং আলোচনা দুটোই হয়েছে। ববি দেওলের ছোটবেলার এই ছবি তাঁর বাবা ধর্মেন্দ্রর কোলে তোলা। দেখুন পুরো ছবি:

বাবা ধর্মেন্দ্রর কোলে ছোট্ট ববি





