Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BIG Breaking: ‘প্রতারণা’, ‘আর্থিক তছরূপ’, গৌরী খানকে তলব করল ED

Gauri Khan: কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে উঠে আসতে থাকে। কখনও প্রতারণা, কখনও আর্থির তছরূপের কারণে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয় এই সংস্থার বিরুদ্ধে।

BIG Breaking: 'প্রতারণা', 'আর্থিক তছরূপ', গৌরী খানকে তলব করল ED
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 2:54 PM

বেশ কিছুমাস ধরেই ED-র নজরে একাধিক মামলা। একের পর এক সমন পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বোর্ড। এবার সেই তালিকায় নাম লেখালেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। লক্ষ্ণৌর তুলসানি গ্রুপের মুখ হয়েই বিপত্তি। ২০১৫ সালে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন গৌরী খান। তবে কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে উঠে আসতে থাকে। কখনও প্রতারণা, কখনও আর্থির তছরূপের কারণে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয় এই সংস্থার বিরুদ্ধে। গৌরী খান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলেই এবার ED থেকে ডাক পেলেন তিনি। কোন কোন উপায় তাঁকে টাকা দেওয়া হয়েছে, তার হিসেব, ব্যঙ্কের বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হবে বলেই প্রাথমিক সূত্রে মিলছে খবর।

শোনা যায় ৩০ কোটি টাকা এই প্রজেক্ট বাবদ পেয়েছিলেন গৌরী খান, যে অর্থের উৎস নিয়ে বর্তমানে প্রশ্ন তুলছে ইডি। লক্ষ্ণৌর একটি রিয়েল স্টেট সংস্থার মুখ হতেই বিপত্তিতে পড়তে হয় গৌরী খানকে। সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পর থেকেই ইডির নজরে উঠে আসে গৌরা খানের নাম। এই সংস্থার থেকে মোট কত টাকা পেয়এছেন গৌরী, তা জানতে চাইছে ইডি। জেরা করা হবে শাহরুখ খানের স্ত্রীকে। পাশাপাশি কী কী কাগজে সই করেছেন তিনি, তাও খতিয়ে দেখা হবে। কী কী শর্তে গৌরী খান জড়িয়েছিলেন এই সংস্থার সঙ্গে, আর কী কীভাবে যুক্ত ছিলেন তিনি, সবটাই খতিয়ে দেখা হবে।