Hrithik Roshan Viral Video: গভীর চুম্বনে ডুব, সাবা-হৃত্বিকের ঘনিষ্ট মুহূর্তে ভিডিয়ো লিক
Bollywood Gossip: প্রেম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও কোথাও গিয়ে যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবার জুটির ভিডিয়ো।
বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেম নিয়ে চলছিল নানা কথা। গত বছর করণ জোহরের জন্মদিনের পার্টিতে নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে স্বীকার করে নিয়েছিলেন হৃত্বিক-সাবা। এই খবর শিরোনাম তৈরি করেছিল রাতারাতি। সাবাকে সকলে আপন করে নিয়েছেন হৃত্বিকের পরিবারেও। এরপর থেকে মাঝে মধ্যেই তাঁদের এক সঙ্গে দেখা যায় বিটাউনের নানা জায়গায়। কখনও সাবার হাতে হাত রেখে বিমানবন্দরে আসেন হৃতিক, কখনও ছুটির দিনে পোস্ট। লুকোচুরি নয়। বরং পাপারাজ্জির সামনেই প্রেমে শিলমোহর দিয়েছিলেন তাঁরা।
২০১৪। সেলেব দম্পতি হৃতিক রোশন এবং সুজান খানের দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাঁরা এখনও ভাল বন্ধু। লকডাউনের অনেকটা সময়ই একসঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু শোনা গিয়েছিল, অর্জুন রামপালের সঙ্গে সুজানের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই নাকি হৃতিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। যদিও এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। সময়ের সঙ্গে সঙ্গে সে গসিপও থিতিয়ে যায়। তার মাস কয়েক আগেই এক রেস্তরাঁয় সাবা-হৃতিক একসঙ্গে খেতে গিয়েই পাপারাজ্জির ক্যামেরা বন্দি হন। শুরু হয় গুঞ্জন।
১ নভেম্বর ছিল হৃত্বিক রোশনের প্রেমিকা সাবা আজ়াদের জন্মদিনও সেলিব্রেট করেন। মন ছুঁয়ে গিয়েছে সাবার। ৩ নভেম্বর একটি ভিডিয়ো শেয়ার করে প্রেমিকের উদ্দেশে লম্বা পোস্ট করেছিলেন সাবা। যা দেখে মন গলে গিয়েছে অনুরাগীদের। তাঁর জন্মদিন বিশেষ করে তোলার জন্য হৃত্বিককে ধন্যবাদ জানিয়েছিলেন সাবা।
View this post on Instagram
ফলে প্রেম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও কোথাও গিয়ে যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবার জুটির ভিডিয়ো। প্রকাশ্যেই ঠোঁট ঠাঁসা চুমুতে মাতলেন তাঁরা। একে অন্যকে জড়িয়ে ধরে ভালবাসায় ভরিয়ে দিলেন। আর সেই মুহূর্তই ক্যামেরা বন্দি করলেন পাপারাজ্জিরা। ঝড়ের গতিতে তা ভাইরালও হয় নেট পাড়ায়। সাবা ও হৃত্বিক বিয়ে করতে চলেছেন এই বছর, এমনও গুঞ্জন থাকে তুঙ্গে। তবে কোথাও গিয়ে যেন নিজেদের ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। তাই বিয়ে প্রসঙ্গেও মুখে এঁটেছেন কুলুপ।