House: আগামী ৫ বছরে ফ্ল্যাট ক্রেতার তালিকায় কারা থাকবে উপরে? কী বলছে রিপোর্ট?
House: বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে। দেশে বিনিয়োগ বাড়ছে। ফলে বাড়ছে কর্মসংস্থান। একইসঙ্গে গৃহঋণের সুবিধা। ফলে দেশের যুবসমাজ ভাড়াবাড়ির বদলে ফ্ল্য়াট কিনতে উৎসাহিত হচ্ছে।
নয়াদিল্লি: ফ্ল্যাট, বাড়ি কিনতে কতটা আগ্রহী দেশের যুবসমাজ? একটু বয়স হওয়ার পর কি মানুষ ফ্ল্যাট কেনার কথা ভাবেন? বিশেষজ্ঞরা বলছেন, একদম নয়। আন্তর্জাতিক রিয়েল এস্টেট পরিষেবা কোম্পানি জেএলএল বলছে, ২০৩০ সালে মধ্যে ভারতে যত বাড়ি, ফ্ল্যাট কেনা হবে, তার ৬০ শতাংশ ক্রেতা হবে যুবসমাজ। জেনারেশন ওয়াই ও জেনারেশন জেড সবচেয়ে বেশি ক্রেতা হবে।
জেএলএল-র নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী ৫-৬ বছরে ২৪ থেকে ৪৫ বছর বয়সী ভারতীয় নিজের ফ্ল্যাট কিনতে আগের থেকে বেশি উদ্যোগী হবেন। তাঁদের উদ্দেশ্য হবে, অবসর নেওয়ার আগে ফ্ল্যাট কেনা। এর জন্য পেশাগত জীবনে প্রবেশ করার পরই এই বিষয়ে গুরুত্ব দেবে।
যাঁদের জন্ম ১৯৮০-৮১ থেকে ১৯৯২-৯৩ সালের মধ্যে তাঁদের মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই বলে। আর যাঁদের জন্ম ১৯৯৫-৯৬ থেকে ২০১০-১২ সালের মধ্যে তাঁদের জেনারেশন জেড বলে। জেএলএল-র রিপোর্ট বলছে, জেনারেশন ওয়াই ও জেনারেশন জেড ২০৩০ সালের মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাট কিনবে।
এই খবরটিও পড়ুন
ফ্ল্যাট কেনার সংখ্যা বাড়ছে-
জেএলএল-র রিপোর্ট বলছে, ২০২৫ সালে শহর এলাকায় ফ্ল্যাট কেনার সংখ্যা ৭২ শতাংশ বাড়তে পারে। ২০২০ সালে যা ৬৫ শতাংশ ছিল। আগামী ৫ বছরে নগরায়ন আরও বাড়বে। তার ফলে ফ্ল্যাট কেনার সংখ্যা বাড়ার সম্ভাবনা বাড়ছে। জেএলএল-র অনুমান, ২০২৫ সাল পর্যন্ত জাতীয় জিডিপিতে হাউসিং সেক্টরের যোগদান ১৩ শতাংশ থাকার সম্ভাবনা। আর ২০৩০ সালের মধ্যে রিয়েল এস্টেট সেক্টর পৌঁছবে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে। দেশে বিনিয়োগ বাড়ছে। ফলে বাড়ছে কর্মসংস্থান। একইসঙ্গে গৃহঋণের সুবিধা। ফলে দেশের যুবসমাজ ভাড়াবাড়ির বদলে ফ্ল্য়াট কিনতে উৎসাহিত হচ্ছে। পেশাগত জীবনে প্রবেশের শুরুতেই কিংবা বিয়ের পরপরই বাড়ি, ফ্ল্যাট কেনার দিকে ঝুঁকছে যুবসমাজ।