BSF: দুঃসাহসিক! সীমান্তে উত্তেজনার মধ্যেই সাইকেলে এসে বিএসএফের আউটপোস্টে দুঃসাহসিক অ্যাকশন যুবকের! নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন
BSF: কারা করতে পারে ওই চুরি, তা জানতে বিএসএফ জোর তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা গত শনিবার বিকালে ওই মটরটি চুরি করেছে। যার সম্পূর্ণ ভিডিয়ো বিএসএফের স্থাপিত সিসি ক্যামেরায় ধরা রয়েছে।
মুর্শিদাবাদ: সীমান্ত এমনিতেই উত্তেজনা। বিএসএফ-কে ক্রমেই উত্ত্যক্ত করে চলেছে বিজিবি। তার মধ্যে চলছে অনুপ্রবেশের চেষ্টা। এরই মধ্যে বিএসএফের আউট পোষ্টেই মারাত্মক ঘটনা। বিএসএফের আউটপোস্ট থেকে পাম্প মটর চুরি করে পালাল দুষ্কৃতীরা। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রানিনগরের কাহারপাড়া সীমান্তের কলিমদ্দির ট্যাঁক এলাকার ঘটনা।
কারা করতে পারে ওই চুরি, তা জানতে বিএসএফ জোর তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা গত শনিবার বিকালে ওই মটরটি চুরি করেছে। যার সম্পূর্ণ ভিডিয়ো বিএসএফের স্থাপিত সিসি ক্যামেরায় ধরা রয়েছে। আর ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়ে চোরের সন্ধানে নেমেছে বিএসএফ।
সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে দুই চোর পৃথক পৃথক সময়ে এলাকায় পৌঁছে পরিত্যক্ত আউট পোষ্টের পিছনে ঢুকে মটরটি তুলে চম্পট দিচ্ছে। তার জন্য আগে থেকেই পরিকল্পনা সাজানো ছিল। এক চোর আগে তার বাইকটিকে আউট পোষ্টের কাছে রেখে সরে যায়। পরে সেখানে সাইকেল নিয়ে হাজির হয় আরেকজন । সে ভিতরে ঢুকে মটরের সংযোগ বিচ্ছিন্ন করে। তার পরে পরেই পৌঁছে যায় বাইক রাখা যুবক। সে মটর খোলার ব্যাপারে বাকি কাজ সেরে বাইকে উঠে চলে যায়। পরে দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে মটর তুলে চম্পট দেয়।
জানা গিয়েছে মটরটি গ্রিন টয়লেটে জল সরবরাহ অব্যাহত রাখার জন্য ৯ জানুয়ারি লাগানো হয়েছিল। আর তার দুদিন পর ১১ জানুয়ারি চুরি হয়। ঘটনার পর বিএসএফ দিন তিনেক ধরে এলাকার মানুষকে সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে চোরের ব্যাপারে নিশ্চিত হয় ও মঙ্গলবার ওই ব্যাপারে থানায় অভিযোগ করে।