বলিউডে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ‘ফাইটার’ হৃতিক-দীপিকা

ছবির নাম 'ফাইটার'। পরিচালক 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ওয়ারের পর আবারও এক অ্যাকশন ছবি। তবে নিছকই অ্যাকশন নয়।

বলিউডে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন 'ফাইটার' হৃতিক-দীপিকা
হৃতিক-দীপিকা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 5:55 PM

জন্মদিনে দর্শকদের সারপ্রাইজ দিয়েছিলেন হৃতিক রোশন। জানিয়েছিলেন দীপিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তিনি। এ বার আরও এক সারপ্রাইজ। যে ছবি দিয়ে একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা সেই ছবিই সৃষ্টি করতে চলেছে ইতিহাস।

ছবির নাম ‘ফাইটার’। পরিচালক ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ওয়ারের পর আবারও এক অ্যাকশন ছবি। তবে নিছকই অ্যাকশন নয়। ওই ছবি হতে চলেছে বলিউডের সর্বপ্রথম ‘aerial action franchise’… আকাশে বাতাসে যুদ্ধ তো থাকছেই। থাকছে আরও নতুন চমক। প্রযোজনায় রয়েছে ভায়াকম ১৮। সূত্র বলছে, নির্মাতারা আশা করছেন ছবিটি নাকি ভেঙে ফেলবে সুপারহিট ওয়ারের যাবতীয় রেকর্ডও। শুধু মাত্র ভারতীয় দর্শকদের জন্যই নয় ছবির বিপুলতা দেখলে আঁচ করা যায় তা বানানো হচ্ছে বিশ্বমানের। তবে ওটিটি নয় সিনেমা হলের কথা ভেবেই বানানো হবে ছবিটি।

দীপিকাও জানিয়েছেন এ যেন তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়া। সব কিছু ঠিক থাকলে ছবি মুক্তি পাবে আগামী বছরের শেষের দিকে। অ্যাকশন মুভির চাহিদা বলিপাড়ায় নতুন নয়। সলমন থেকে টাইগার– প্রতি প্রজন্মেই অ্যাকশন হিরোদের পেয়েছে বলিঊড। কিন্তু তাই বলে আকাশে বাতাসে যুদ্ধ! উত্তেজিত সিনেপ্রেমীরা।