Hrithik Roshan: রক্তদান করে প্রশংসা কুড়োলেন বিরল ‘ব্লাডগ্রুপ’-এর হৃতিক, কী তাঁর রক্তের গ্রুপ?

একদিকে যেমন রক্তদান করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন, ঠিক এরই পাশাপাশি বিগত বেশ কিছু দিন ধরে চর্চায় তাঁর ব্যক্তিগত জীবনও। হৃতিক রোশনের সঙ্গে জড়িয়েছে সাবা আজাদের নাম।

Hrithik Roshan: রক্তদান করে প্রশংসা কুড়োলেন বিরল 'ব্লাডগ্রুপ'-এর হৃতিক, কী তাঁর রক্তের গ্রুপ?
রক্তদান করলেন হৃতিক।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 9:31 AM

প্যান্ডেমিকের কারণে বেড়েছে রক্তের চাহিদা। সোশ্যাল মিডিয়ায় রক্তদানের আকুতিভরা প্রায়শই পড়ছে চোখে। এগিয়ে এলেন হৃতিক রোশন। বিরল ব্লাডগ্রুপের অধিকারী তিনি। রক্তদান করে করলেন ছবি পোস্ট। আর নেটিজেনদের নজরে হয়ে উঠলেন সুপারহিরো।

কী ব্লাডগ্রুপ তাঁর? বি-নেগেটিভ রক্ত বইছে তাঁর শরীরে। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে এই গ্রুপ বিরল, সচরাচর মেলে না। হ্রতিক লিখছেন, “আমাকে বলা হয়েছিল বি নেগেটিভ খুবই দুষ্প্রাপ্য। মাঝেমধ্যেই হাসপাতালে এই গ্রুপের রক্তের ঘাটতি দেখা যায়। রক্তদান করুন।” এরই পাশাপাশি যে বেসরকারি হাসপাতালে তিনি রক্তদান করেছেন সেই হাসপাতালকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত। পাশাপাশি যারা রক্তদানে সন্দিহান তাঁদের মনে করিয়ে দিয়েছেন রক্তদান করা দাতার শরীরের পক্ষে আখেরে ভালই।

একদিকে যেমন রক্তদান করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন, ঠিক এরই পাশাপাশি বিগত বেশ কিছু দিন ধরে চর্চায় তাঁর ব্যক্তিগত জীবনও। হৃতিক রোশনের সঙ্গে জড়িয়েছে সাবা আজাদের নাম। একসঙ্গে হাতে হাত ধরে তাঁরা ধরা দিয়েছেন পাপারাজ্জির সম্মুখেও।

গত মাসের শেষের ঘটনা। সাবাকে নিয়েই এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক। দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের ‘রহস্যময়ী’র পরিচয় প্রথমে সামনে আসেনি। কিন্তু নেটদুনিয়ায় চাপা থাকে না কিছুই। মাস্ক ঢাকা মুখের নেপথ্যে পরিচয় প্রকাশ্যে আনতে বেশি সময় লাগেনি। সাবা আর হৃতিক তাঁদের সম্পর্ক নিয়ে চুপ থাকলেও বলিপাড়ার গুঞ্জন বলছে প্রেমের বয়স নাকি দু’মাস। চুপিসারে হয়ে গিয়েছে এক ট্রিপও।

আরও পড়ুন: Bonny Koushani: বনির ‘অতিমানব’ হয়ে ওঠার গুরুদায়িত্ব এবার কৌশানির কাঁধে!