Hrithik Roshan: গভীর রাতেই এল চরম দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন হৃতিক রোশন
Hrithik Roshan: চলে গেলেন তাঁর কাছের মানুষ। যে মানুষের সঙ্গে তাঁর ছেলেবেলার অনেকটা সময় কেটেছে।
গভীর রাতেই খারাপ খবর হৃতিক রোশনের পরিবারে। চলে গেলেন তাঁর কাছের মানুষ। যে মানুষের সঙ্গে তাঁর ছেলেবেলার অনেকটা সময় কেটেছে। চলেছে আবদার, চলেছে শখ পূরণের নানা মিষ্টি স্মৃতি। তিনি আর কেউ নন। হৃতিকের দিদা পদ্মা রানি ওমপ্রকাশ। যিনি একাধারে ছিলেন পরিচালক জে ওম প্রকাশের স্ত্রীও। পরিবার সূত্রে জানা গিয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর। গত দুবছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার কারণেই এই দু’বছর রোশন পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ চলে যান পদ্মা রানি।
এর আগে ২০১৯ সালে প্রয়াত হয়েছিলেন জে ওম প্রকাশ। একাধিক হিট ছবির পরিচালক ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ‘আস কা পাঞ্ছি’ থেকে শুরু করে ‘আয়ে দিন বাহার কে’ ইত্যাদি। তিনি প্রয়াত হন ২০১৯ সালের ৭ অগস্ট, বয়স হয়েছিল ৯৩। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চনও। দাদুকে হারিয়েছিলেন আগেই এবার চলে গেলেন দিদাও… হৃতিকের জন্য সান্ত্বনা বার্তা তাঁর অনুরাগীদের।
একদিকে যেমন শোকানুভূতি, পরিবার সদস্য বিয়োগের খবর অন্যদিকে তেমন রোশন পরিবারের আগমনও ঘটেছে নতুন সদস্যর। নিজের প্রেমিকা সাবা আজাদকে কিছু দিন আগেই বলিউডের হেভিওয়েটদের সঙ্গে করণ জোহরের পার্টিতে আলাপ করিয়ে দিয়েছিলেন হৃতিক। রোশন পরিবারেও তাঁর নিত্য যাতায়াত। অভিনেতার প্রাক্তন স্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ মধুর। তাঁরা কবে বিয়ে করবেন এই নিয়ে যে মুহূর্তে চর্চা তুঙ্গে সেই মুহূর্তেই পরিবারে খারাপ খবর। পাশে থাকার বার্তা দিয়েছেন হৃতিক ভক্তরা।