Pathaan Song: পাঠান ছবির দ্বিতীয় গানে ফোকাসে কেবল শাহরুখ-অ্যাবস, ‘লজ্জা পেয়েছিলেন কিং’, জানান কোরিওগ্রাফার

Pathaan: বেশরম রং বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও বর্তমানে তা ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। তবে এবার খুব একটা বিতর্কে কেন্দ্রে জায়গা করে নেয়নি পাঠান ছবি দ্বিতীয় গান।

Pathaan Song: পাঠান ছবির দ্বিতীয় গানে ফোকাসে কেবল শাহরুখ-অ্যাবস, 'লজ্জা পেয়েছিলেন কিং', জানান কোরিওগ্রাফার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 7:15 AM

বৃহস্পতিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে পাঠান ছবির নতুন গান ঝুমে জো পাঠান। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের আরও এক ধামাকা পারফর্ম সকলের নজর কাড়ে এদিন। ছবির প্রথম গান বেশরম রং যেভাবে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল, সেই রেশ কিছুটা কাটিয়ে বর্তমানে ঝুমে জো পাঠান ঘিরে বুঁদ নেটদুনিয়া। অরিজিৎ সিং-এর কন্ঠে এই গান প্রথমটায় দর্শক মনে উত্তেজনা পারদ তুঙ্গে করলেও,  গান মুক্তির পর সে হারে প্রভাব ফেলেনি তা ভক্তমনে। যা অতীতে ব্রহ্মাস্ত্র ছবির কেসারিয়া-তে দেখা গিয়েছিল। তবে এই গানের মূল বৈশিষ্ট্য যা দর্শকদের নজর কড়ে তা হল শাহরুখ খান। তিনিই গানের প্রাণকেন্দ্র।

শাহরুখ খানের শরীরে ভাঁজ থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, পাঠান লুককে বিস্তারিতভাবে ফ্রেমবন্দি করা হয়েছে এই গানে। প্রথম থেকে শেষ পর্যন্ত লাইম লাইটে রাখা হয়েছিল কেবলই শাহরুখ খানকে, যার ফলে শাহরুখ ভক্তদের মনে বেশ জায়গা করে নিয়েছে এই গানের চিত্রায়ন বা কোরিওগ্রাফি। সেই মর্মেই এবার মুখ খুললেন ঝুমে জো পাঠান গানের কোরিওগ্রাফার বসকো। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেট থেকে তোলা ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, নিঃসন্দেহে এটা আমার সোশ্যাল মিডিয়ায় সেরা ছবি। আমি ভীষণ ভাগ্যবান যে আমি এমন একটি ফ্রেম পেয়েছি। যদিও আমি জানি আপনি যথেষ্ট লজ্জিত ছিলেন আপনার অ্যাবস দেখানোর বিষয়, এই মুহূর্তটা আমার কাছে সম্পদ হয়েই থাকবে।

View this post on Instagram

A post shared by Bosco Martis (@boscomartis)

pathaa

বেশরম রং বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও বর্তমানে তা ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। ঝুমে জো পাঠানের ক্ষেত্রেও ঝড়ের গতিতে বেড়ে চলেছে ভিউ লাইক কমেন্ট। তবে এবার খুব একটা বিতর্কে কেন্দ্রে জায়গা করে নেয়নি পাঠান ছবি দ্বিতীয় গান। কারণ একটাই, এক্ষেত্রে গানের সেই দাপট নজরে এল না, তাই গানের প্রাপ্তী হিসেবে শাহরুখ খানের লুকটাই অবলম্বণ মাত্র। সব মিলিয়ে পাঠান ছবির গানের সফর খুব একটা আশা দেখাচ্ছে না ভক্তমনে। এখন দেখার, ছবির ভবিষ্যৎ কী?