Varun-Janhvi Controversy: বলিউডের সত্যি ফাঁস করতেই অপছন্দ জাহ্নবীর, পাশে বসে এ কী অঙ্গভঙ্গী, মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো

Varun Dhawan: সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিং মুহুর্তে ভাইরাল হয়ে যায়। বরুণ ধাওয়ানের শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি।

Varun-Janhvi Controversy: বলিউডের সত্যি ফাঁস করতেই অপছন্দ জাহ্নবীর, পাশে বসে এ কী অঙ্গভঙ্গী, মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো
এই খবর সামনে আসতেই চরম ট্রোল্ড হন বরুণ ধাওয়ান। এমন কি বাধ্য হয়েই সোশ্যাল পোস্টটি ডিলিটও করে দেন তিনি। একজন লিখলেন- বোধহয় সেলেবরা নিজেরাই ট্রোলিং চাইছেন চর্চায় থাকতে।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 9:09 AM

সম্প্রতি বলিউডে কী ধারার ছবি হচ্ছে তা নিয়ে সর্বত্র চর্চা তুঙ্গে। কেন দক্ষিণী ছবি গোটা ভারত জুড়ে জায়গা করে নিচ্ছে, বলিউড পারছে না তারও, চুল চেরা বিচারে ব্যস্ত রয়েছেন সেলিব্রেটিরা। প্রত্যেকেরই মনে এখন একটাই প্রশ্ন, তবে কি দর্শকদের স্বাদ বদল ঘটছে, বলিউডের কি বদলের সময় এসেছে। বিভিন্ন স্টারের বিভিন্ন মতামত। কারোর কথায় বলিউড দর্শকদের বোকা বানানোর চেষ্টা করছে। কেউ আবার বলেন, অভিনেতা ভিত্তিক ছবির যুগ এখন অতীত, যদিও এই নিয়ে যতই চুলচেরা বিচার হোক না কেন, দর্শকদের কাছে কোন ছবি পারফেক্ট হবে তা অনুমান করা এক কথায় কঠিন। যখন কমার্শিয়াল ছবি আর চলবে না, এই মর্মে প্রশ্ন উঠেছিল, তখনই ভুলভুলাইয়া ২ ছবি, বক্স অফিসে নিজের জায়গা করে দেখিয়ে দিয়েছে, বি-টাউন পুরনো সাধের ছবি দর্শক আজও চায়।

আবার যখন একইভাবে প্রশ্ন উঠেছিল, থ্রিলার আর চলছে না তখনও প্রমাণ করে মনের মতো গল্প হলেই দর্শক তা গ্রহণ করবে। সম্প্রতি এই নিয়ে কথা বলতে শোনা গেল, অভিনেতা বরুণ ধাওয়ানকে। বরুনের কথায় বলিউডে স্টার জামানা এখন অতীত। তার বদলে বলিউডে এখন ভাল চিত্রনাট্য ভিত্তিক ছবি হতে হবে, কারণ দর্শকেরা তেমন ছবি-ই পছন্দ করছেন। যদিও পাশে বসে থাকা জাহ্নবী কাপুর বোধহয় এই তথ্যের সঙ্গে সহমত প্রকাশ করতে পারছিলেন না। ক্যামেরায় ধরা পড়া তাঁর মুখের অভিব্যক্তিতেই বেশ কিছুটা স্পষ্ট হয়ে যায় নেটিজেনদের কাছে।

সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিং মুহুর্তে ভাইরাল হয়ে যায়। বরুণ ধাওয়ানের শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া সেভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। সেই কারণেই বোধহয় এবার ঘারানা বদল করতে চাইছেন অভিনেতা। করণ জোহরের উদ্দেশ্যে এও বলতে শোনা যায় বরুণকে, তিনি নাকি দক্ষিনে ঝুঁকছেন, কারণ বলিউড আর চলছে না। তবে কোথাও গিয়ে হয়তো শ্রী কন্যা জাহ্নবী কাপুর বরুনের সঙ্গে সহমত হতে পারেননি বলেই, চর্চার তুঙ্গে।