মেজাজ হারিয়ে পাপারাৎজিদের গালাগাল কপিল শর্মার
এমন ঘটনা প্রথম নয়, কপিল শর্মা আগেও নিজের আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সহ-অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে ফ্লাইটে তাঁর লড়াইয়ের ঘটনা ভাইরালও হয়েছিল। অভিযোগ ওঠে কপিল শর্মা, সুনীলকে জুতো ছুড়েছিলেন।
গত সোমবার প্রকাশ্যে আসে কপিল শর্মার ছবি। ভাইরাল সে ছবিতে দেখা যায় হুইলচেয়ারে বসে আছেন কপিল। মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন অভিনেতা-কমেডিয়ান। তাঁকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়েন পাপারাৎজি। পরে এক ভিডিয়োতে দেখা যায় চিত্রসাংবাদিকদের উপর রেগে গিয়ে চিৎকারও করেন কপিল।
আরও পড়ুন ভিডিয়ো: ‘দেসি গার্ল’-এ নাচল মেয়ে আরাধ্যা, পাশে ছিলেন অভিষেক-ঐশ্বর্য্য
হুইলচেয়ারে বসা কপিলকে দেখে অনেকের মনে হয়েছে তিনি কি শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন? তবে সে উত্তর দিয়েছেন কপিল স্বয়ং। তাঁকে প্রস্ন করা হলে কপিল বলেন, “আমি ঠিক আছি, শুধু জিম করতে গিয়ে পিঠে একটু লেগেছে। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাব, আপনাদের উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ।”
এক ভিডিয়োতে দেখা যায় কপিলের দেহরক্ষী তাঁকে এগিয়ে নিয়ে চলেছেন এবং ফটোগ্রাফারদের পিছনে সরে যেতে বলছেন, তখন এক চিত্রগ্রাহক বলেন, “আমরা দূর থেকেই ছবি তুলছি” তার উত্তরে কপিল চিৎকার করে বলেন, “তোমরা দুর্ব্যবহার করছ। উল্লু কে পাঠ্ঠে”
View this post on Instagram
এতে চিত্রগ্রাহকরা বেশ হতবাক হয়ে পড়েন। এবং কপিলের দলের একজন পাপারাৎজিদের শান্ত করার চেষ্টা করেন এবং ভিডিও ডিলিট করার জন্য বলেন। উপস্থিত চিত্রগ্রাহেকর একজন জবাব দেন, “উনি আমাদের গালাগাল দিয়েছেন, আমরা ভিডিও ডিলিট করবে না,” প্রত্যক্ষদর্শীদের দাবি কপিলের দেহরক্ষী মিডিয়ার লোকদের প্রথমে ধাক্কা দিয়েছিলেন এবং তারপরে কপিল চিৎকার করেন।
এমন ঘটনা প্রথম নয়, কপিল শর্মা আগেও নিজের আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সহ-অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে ফ্লাইটে তাঁর লড়াইয়ের ঘটনা ভাইরালও হয়েছিল। অভিযোগ ওঠে কপিল শর্মা, সুনীলকে জুতো ছুড়েছিলেন।