Salman Khan: ছবি মুক্তির দিনেই সর্বনাশ! অনলাইনে ফাঁস ‘কিসি কি ভাই…’
Salman Khan:মুক্তি পেতেই ওই ছবি ফাঁস হয়ে গেল অনলাইনে। অনৈতিকভাবে তা ছড়িয়ে পড়ল বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে।
ইদের মরসুমে সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে ওই ছবি। কিন্তু মুক্তি পেতেই ওই ছবি ফাঁস হয়ে গেল অনলাইনে। অনৈতিকভাবে তা ছড়িয়ে পড়ল বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে। সূত্র মারফর জানা যাচ্ছে, শুধু অনলাইন স্ট্রিমিংই নয়, ওই ছবি নাকি ডাউনলোডও করা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তবে সেই সব প্রিন্টের গুণগত মান যে খুবই খারাপ, তা বলাই বাহুল্য। এই ঘটনায় প্রযোজকদে মাথাতেও হাত। এত বড় ছবি যদি এভাবে ফাঁস হয়ে যায় তবে যে তা ব্যবসার ক্ষেত্রে মোটেও ভাল নয় সে কথা তো সকলেরই জানা । বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পাইরেসি রুখতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছেন তাঁরা। কী হয় এখন সেটাই দেখার।
পাইরেসির ঘটনা বি-টাউনে নতুন নয়। এর আগে ‘পাঠান’ ছবিকেও পড়তে হয়েছে পাইরেসির কবলে। পাইরেসি অপরাধ, অতীতে বহুবার পাইরেসির বিরুদ্ধে প্রচার চালানো হলেও কিছুতেই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়নি। এবারেও একই সমস্যার মুখোমুখি ভাইজান। এই ছবিতে সলমন খান ছাড়াও রয়েছেন শেহনাজ গিল, রাঘব জুয়েল ও পলক তিওয়ারিসহ অনেকেই। এই ছবির মধ্যে দিয়ে বলিপাড়ায় ডেবিউ করেছেন শেহনাজ ও পলক। তবে প্রথম দিনে ছবিটিকে নিয়ে ভক্তদের মধ্যে ‘পাঠান’-এর মতো উন্মাদনা চোখে পড়েনি। তাই তা নিয়ে বেশ চিন্তায় নির্মাতারা। খানেদের ছবি ফ্লপ হয় না– এ প্রবাদকে আগেই মিথ্যে প্রমাণ করেছে বলিউড। হিসেব বলছে, এর আগে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ ব্যাপক ফ্লপ হয়েছে। যদিও হিট হয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবিটির গতিপথ কোনদিকে তা জানা যাবে এই সপ্তাহের শেষেই।