Diwali Party: দিওয়ালিতে গালা পার্টি দিচ্ছেন কৃতি, কোন জোড়া সেলিব্রেশন মাতলেন সেলেব

Kriti Sanon: কার্তিক আরিয়ান থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত, একাধিক সেলেবের সঙ্গে জুটি হিসেবে নাম করলেও ছবি টেকেনি খুব বেশিদিন।

Diwali Party: দিওয়ালিতে গালা পার্টি দিচ্ছেন কৃতি, কোন জোড়া সেলিব্রেশন মাতলেন সেলেব
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 8:14 AM

কৃতি স্যানন, কেরিয়ার শুরু পর থেকেই একের পর এক ভাল কাজ এসেছে তাঁর ঝুলিতে। কখনও অক্ষয় কুমার কখনও আবার শাহরুখ খান, একাধিক বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তবে সব ক্ষেত্রেই যে ছবি হিট ছিল এমনটা নয়। তবে কৃতির উপস্থিতিতে যে ছবির মাইলেজ কানিকটা হলেও বেড়ে যায় তা ইতিমধ্যেই প্রমাণিত। কার্তিক আরিয়ান থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত, একাধিক সেলেবের সঙ্গে জুটি হিসেবে নাম করলেও ছবি টেকেনি খুব বেশিদিন। তবে কৃতির সঙ্গে কাজের সুযোগ পেয়ে খোদ কার্তিক আরিয়ানই জানিয়ে ছিলেন যে তাঁর জন্য বড় পাওয়া।

এবার কৃতি স্যানন তাঁর বলিউড সফরের সেই অধ্যায়কেই সেলিব্রেট করতে চলেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হল  কৃতি স্যাননের এই দিওয়ালি প্ল্যানিং। কোনও নির্দিষ্ট উপলক্ষ্য ছাড়াই পার্টি দেবেন! মনে প্রশ্ন থাকলেও এবার তা নিজেই স্পষ্ট করে দিলেন কৃতি। সামনে দিওয়ালি। সেই সুবাদেই পরিবার, বলিউডের সহকর্মী, বন্ধু সকলের জন্য একটা গালা পার্টি দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই বিটাউন সূত্রে সেই খবর হয়ে উটল ভাইরাল। এই পার্টিতে পুরোনো বন্ধু থেকে শুরু করে নতুন বন্ধু, পরিবারের সদস্য এমন কি বলিউডের বাঘাবাঘা চিত্রনির্মাতাদেরও তিনি নিমন্ত্রণ করছেন এই পার্টির জন্য।

তাঁর ছক ভাঙা ছবি মিমি সকলের নজর কাড়ে। বর্তমানে মুক্তি পেয়ে গিয়েছে ভেড়িয়া ছবির লুকও। সেখানেও কৃতি বরুণ ধাওয়ানের সঙ্গে একটি অন্য স্বাদের চরিত্রে জুটি বেঁধেছে। কৃতির কেরিয়ার শুরু বরুণের বিপরীতেই। ফলে একাধিক নতুন ছবির কাজ পাশাপাশি চলতি বছরই শুরু হয়েচে তাঁর নতুন ব্যবসা। তিনি ফিটনেস সেন্টার খুলেছেন, নাম ট্রাইব। সেই উপলক্ষ্যেও সেলিব্রেশন বটে। এবার লক্ষ্যে এদিন কৃতির ডাকে বলিউডের কোন কোন বিগ ফ্যাট সেলেবরা উপস্থিত থাকেন।