‘সংগ্রামকে সঙ্গী করে একসঙ্গে কাটিয়েছে ২৫টা বছর, বিয়ে ২৩ বছরের…’

বুধবার বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মন্দিরা। ট্যিসুর উপর লেখা, 'রাজি'। রাজি, সদ্য প্রয়াত স্বামী রাজ কুশলকে এই নামেই ডাকতেন তিনি।

'সংগ্রামকে সঙ্গী করে একসঙ্গে কাটিয়েছে ২৫টা বছর, বিয়ে ২৩ বছরের...'
মন্দিরা-রাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 9:26 PM

স্বামী রাজ কৌশলকে হারিয়েছেন পনেরো দিন পার হল। এই পনেরো দিনের রাজের স্মৃতি ফিকে নয়, বরং গাঢ় হচ্ছে…ভাঙা হৃদয়ের ছবি পোস্ট করেছিলেন রাজের মৃত্যুর কয়েক দিন পর। তাতে ছিল না আবেগের আতিশয্য। ছিল না দুঃখের ঘনঘটা। এক ভগ্ন হৃদয়- ওই এক ইমোজিতেই যেন বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই।

বুধবার বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মন্দিরা। ট্যিসুর উপর লেখা, ‘রাজি’। রাজি, সদ্য প্রয়াত স্বামী রাজ কুশলকে এই নামেই ডাকতেন তিনি। সন্ধে নামতেই মন্দিরার ইনস্টাগ্রামে যে আবেগের বিস্ফোরণ। রাজির সঙ্গে ভালবাসা মাখা আদরের ছবি শেয়ার করে মন্দিরা লিখলেন, “২৫ বছর একসঙ্গে, ২৩ বছরের বিবাহিত জীবন। জীবন সংগ্রামে একসঙ্গে লড়েছি। পার করেছি সমস্ত উঁচু-নিচু”। ওই তিন লাইনের মধ্যে দিয়েই যেন বুঝিয়ে দিলেন অনেকটা। বলে ফেললেন অনেক না বলা কথা। কমেন্ট সেকশনে উপচে পড়েছে সহানুভূতি। পাশে রয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।

আরও পড়ুন-এগিয়ে যেতে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমি, বাকিটা…: সুবান রায়

হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন রাজ। স্বামীর শেষকৃত্য একা হাতে সামলেছেন মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় মন্দিরার ভেঙে পড়া চেহারা, রাজকে বহন করা, শ্মশানে শেষকৃত্যে অংশগ্রহণের ছবি কার্যত ভাইরাল হয়েছে। এই কাজের জন্য সমালোচিতও হতে হয়েছে মন্দিরাকে। যদিও পাশে দাঁড়িয়েছেন বলিপাড়া থেকে নেটিজেনদের একটা বড় অংশ।

View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)