Lalit Modi-Sushmita Sen: হটালেন তাঁদের একসঙ্গে ছবি, পাল্টালেন বায়ো… ললিতের সঙ্গে কি তা হলে ব্রেকআপটা হয়েই গেল সুস্মিতার?
Breakup Rumours: ললিতের কি গোঁসা হয়েছে? প্রাক্তন প্রেমিক রোহমনের সঙ্গে ঘনিষ্ঠতাই কি তবে ললিত-সুস্মিতার ব্রেকআপের কারণ?
দু’মাস আগের কথা। জুন মাসের এক বৃহস্পতিবারের সন্ধ্যায় সমস্ত সংবাদ মাধ্যমে যখন প্রাইমটাইম/পরদিনের অ্যাঙ্কর স্টোরি তৈরি, ঠিক তখনই দেশকে নাড়িয়ে দেওয়ার মতো এক অবিশ্বাস্য ব্রেকিং নিউজ় দেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। দুটি টুইট করেন পরপর। প্রথম টুইটে মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে তাঁকে ‘বেটার হাফ’ বলে স্বীকৃতি দেন। মুহূর্তে খবর ছড়ায়, বিয়ে করেছেন সুস্মিতা। এ যেন সত্যি অবিশ্বাস্য বিষয়! এই ঘটনার কিছুক্ষণ পরই টুইট করে ললিত লেখেন, বিয়ে করেননি, কিন্তু সম্পর্কে আছেন। বিয়েটাও হয়তো করবেন। ব্যস! ললিতের প্রেম জাহিরের প্রায় একটা গোটা দিন কেটে যাওয়ার পর সুস্মিতার পোস্ট ভেসে আসে তাঁর ইনস্টাগ্রামে। দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে পোস্ট করে তিনি। আভাস দেন, অনেক হয়েছে আলোচনা, এবার কাজে ফেরার পালা। ললিত যেমন ফলাও করে তাঁর ও সুস্মিতার সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। সুস্মিতা কিন্তু প্রত্যক্ষভাবে কিছুই বলেননি। এমনকী, ললিতের সঙ্গে তাঁর কোনও ছবিও শেয়ার করেননি। যদিও সম্পর্ককে তিনি অস্বীকারও করেননি।
এরপর লাগাতার ভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে শুরু করেন সুস্মিতা। নানাবিধ পোস্ট দিতে থাকেন তাঁর পরিবার ও কন্যাদের নিয়ে। প্রাক্তন প্রেমিক রোহমন শলের সঙ্গে বন্ধুত্ব আরও কিছুটা গাঢ় হয় তাঁর। ‘লাল সিং চাড্ডা’র প্রিমিয়ায়ে ললিতের পরবর্তীতে দুই কন্যা ও রোহমনের সঙ্গে জাহির হয়েছিলেন সুস্মিতা। কন্যার জন্মদিনের কেনাকাটাও করতে যান রোহমানের সঙ্গেই। বর্তমান প্রেমিক উপস্থিত থাকতে বারবার প্রাক্তনকে নিয়ে সব জায়গায় সুস্মিতার উপস্থিতি অনেকের চোখ কপালে তোলে।
ললিতের কি গোঁসা হয়েছে সেই কারণে? সাম্প্রতিক আপডেট, যে সুস্মিতার সঙ্গে প্রেম জাহির করে নিজের বায়ো পিকে তাঁদের দু’জনের ছবি দিয়েছিলেন ললিত। সেই ছবি তিনি হটিয়েছে। দিয়েছেন নিজের একটি ছবি। ‘মাই লাভ সুস্মিতা৪৭’ মুছে লিখেছেন ‘ফাউন্ডার @আইপিএল২০ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ’।
এই ঘটনার পর জোর জল্পনা শুরু হয়েছে – তা হলে কি ললিত ও সুস্মিতার সম্পর্কের ইতি ঘটে গেল!