Bollywood Gossip: ‘অসুন্দর, অভিনয়ও জানে না’, শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কোন নায়িকার?

Bollywood Gossip: তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা গুনে শেষ করা যাবে না। শাহরুখ খানের অভিনয়ের ভক্তও সারা বিশ্ব জুড়ে।

Bollywood Gossip: 'অসুন্দর, অভিনয়ও জানে না', শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কোন নায়িকার?
শাহরুখ খান।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 2:04 PM

তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা গুনে শেষ করা যাবে না। শাহরুখ খানের অভিনয়ের ভক্তও সারা বিশ্ব জুড়ে। এ হেন কিং খানকে নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের অভিনেতা মাহনুর বালোচ। তাঁর যুক্তি, অভিনয়টাই নাকি ঠিকঠাক করতে পারেন না ‘বাদশা’। তিনি এও জানান, শাহরুখ খান নাকি বড় ব্যবসায়ী, নিজের ‘মার্কেটিং’ কী করে করতে হবে তা তিনি বেশ ভালই জানেন।

শাহরুখকে নিয়ে বালোচের বক্তব্য

তিনি বলেন, “শাহরুখ খান ভাল মানুষ। কিন্তু যদি সৌন্দর্যের নিরিখে মাপা যায় তবে তিনি অসুন্দর। তাঁকে কোনও ভাবেই সুপুরুষ বলা যায় না। তাঁর ব্যক্তিত্বের জন্যই তাঁকে ভাল লাগে। ওঁর চেয়েও অনেক সুন্দর মানুষ রয়েছে। আমার মনে হয় উনি অভিনয়টাও জানেন না। ওঁর ভক্তরা হয়তো আমার সঙ্গে সহমত হবেন না তবে আমার এটাই মনে হয়। কীভাবে নিজের বাজার তৈরি করতে হয়, তা তিনি জানেন। ওঁর চেয়ে অনেক ভাল অভিনেতারা রয়েছে যারা সাফল্য পাননি।”

শুরু হয়েছে নিন্দার ঝড়

অভিনেত্রী ওই বক্তব্যের পরেই শুরু হয়েছে নিন্দার ঝড়। অনেকেই তাঁর এই কথার বিরোধিতা করে লিখেছেন, “আপনি কী বললেন তাতে আমাদের কিছু এসে যায় না। উনি কী, সেটা উনি বহু আগেই প্রমাণ করেছেন। তাই নিজের এই মতামত নিজের কাছেই রাখুন।”প্রসঙ্গত, এই ব্যাপারে শাহরুখ খান কোনও মন্তব্য করেননি।

এ বছরটা বেশ ভালই যাচ্ছে শাহরুখ খানের। বছরের শুরুতেই মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘পাঠান’ হিট। এ ছাড়াও হাতে রয়েছে আরও দুটি ছবি। রয়েছে ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো হাইবাজেট ছবি, যা মুক্তি পাবে খুব শীঘ্রই।