Hrithik Roshan: ‘ভয়ে-ভয়ে থাকতাম’, কী কারণে রাতের ঘুম উড়েছিল কৃষ পরিচালকের
Krrish: বলিউডের প্রথম সুপারহিরো ছবি। হৃত্বিকের অভিনয় থেকে শুরু করে অনবদ্য চিত্রনাট্য, টানটান অ্যাকশন, সব মিলিয়ে এই ছবি বক্স অফিসে হিট।
বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে হৃত্বিক রোশনের কৃষ ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কয়েকমাস আগেই খবর ছড়িয়েছিল, আসছে হৃত্বিক রোশানের ছবি কৃষের পরবর্তী পর্ব। বলিউডের প্রথম সুপারহিরো ছবি। যা রাতারাতি ৮ থেকে ৮০ এর মনে জায়গা করে নিয়েছিল। হৃত্বিকের অভিনয় থেকে শুরু করে অনবদ্য চিত্রনাট্য, টানটান অ্যাকশন, সব মিলিয়ে এই ছবি বক্স অফিসে হিট। এবার পালা কৃষ ৪-এর। সম্প্রতি রাকেশ রোশনকে বলতে শোনা গিয়েছে, ‘এই ছবির কাজ শীঘ্রই শুরু হচ্ছে না। ভক্তদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ঋত্বিক রোশন এই মুহুর্তে ব্যস্ত তার আগামী বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে।’ তাই ২০২৪ সালে শেষে এই ছবি ফ্লোরে নামবে বলেই অনুমান রাকেশ রোশানের।
তবে কৃষ-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যকার সঞ্জয় মাসুম। সম্প্রতি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি জানালেন, এই ছবি নিয়ে বরাবরই তাঁর মনে উত্তেজনা তুঙ্গে থাকে। প্রতিবারই ছবির কাজ যখন শুরু হয় এক অদ্ভুত টেনশনও তাঁর মধ্যে কাজ করে। প্রথমবার কৃষ ছবির জন্য যখন তিনি কলম ধরেছিলেন, রীতিমতো ভয় কাজ করতো। তাঁর কথায়, প্রথম বলিউড সুপার হিরো এই ছবি। যার ফলে ছবিকে নিয়ে বেশ যত্নশীল হতে হয়েছিল তাঁকে। গল্প যাতে সব বয়সের দর্শকদের আকর্ষণ করে, ও যুক্তি সম্মত হয়, সে দিকটাও দেখতে হয়েছিল চিত্রনাট্যকারকে। যার ফলে তিনি অতিরিক্ত পরিশ্রম করতেন এই ছবির পিছনে। কিছুটা করে লিখেই তিনি রাকেশ রোশনের কাছে এগিয়ে শোনাতেন। প্রথম ছবির ক্ষেত্রে প্রথম পাঁচ দৃশ্যের কথা শুনে সাবাসি দিয়েছিলেন রাকেশ রোশন। এবার ও একইভাবে উত্তেজিত তিনি। তিনি জানেন তিনিই একমাত্র যে এই ছবির সম্পূর্ণ সংলাপ লিখেছিলেন। যার ফলে এ কাজটা ছিল বেশ চ্যালেঞ্জের। এবারও তিনি নিজের সেরাটা দেওয়ারই প্রতিশ্রুতি করলেন।