Bollywood Gossip: এষা আসছে, স্ত্রীর জন্য আস্ত হাসপাতাল ভাড়া নেন ধর্মেন্দ্র!

Bollywood Gossip: আহা প্রেম! ভালবাসার মানুষের জন্য অসাধ্য সাধনের আখ্যান এ বিশ্বজুড়ে কম নয়। কেউ প্রাণ দিয়েছেন, আবার কেউ বা গিয়েছেন হীরে, জহরতের খোঁজে।

Bollywood Gossip: এষা আসছে, স্ত্রীর জন্য আস্ত হাসপাতাল ভাড়া নেন ধর্মেন্দ্র!
হেমা-ধর্মেন্দ্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 7:21 PM

আহা প্রেম! ভালবাসার মানুষের জন্য অসাধ্য সাধনের আখ্যান এ বিশ্বজুড়ে কম নয়। কেউ প্রাণ দিয়েছেন, আবার কেউ বা গিয়েছেন হীরে, জহরতের খোঁজে। কিঙ্গু তাই বলে, আস্ত এক হাসপাতাল ভাড়া নেওয়ার ঘটনা। ইতিহাস বলছে, একেবারেই বিরল। তবে এরকমই এক ঘটনা প্রায় ৪০ বছর আগে ঘটিয়ে ফেলেছিলেন ধর্মেন্দ্র। ১৯৮১ সালের কথা। হেমা মালিনী ছিলেন অন্তঃসত্ত্বা। তিনি ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী, তাই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা ছিল প্রথম থেকেই। কিন্তু হেমা মালিনী যে অন্তঃসত্ত্বা তা জানতেন না কেউই। যাতে পাঁচকান হয়ে না যায়, সেই জন্যই এ হেন ব্যবস্থা নিয়েছিলেন ধর্মেন্দ্র। বহু বছর পর সেই ঘটনাই ফাঁস করে দেন হামার বন্ধু নীতু কোহলি। তাঁর কথায়, “যখন এষা হবে, তখন কেউ জানত না যে হেমা সন্তানসম্ভবা। ধরম জি গোটা হাসপাতালই বুক করে ফেলেন। প্রায় ১০০টা ঘর ছিল ওই হাসপাতালে। সব ছিল হেমার।” স্ত্রী কে ভালবাসতেন, স্ত্রীর ব্যক্তিগত পরিসরে কেউ যাতে ঢুকতে না পারে, সেই কারণেই এ হেন ব্যবস্থা নেন ধর্মেন্দ্র। ১৯৮১ সালের ২ নভেম্বর জন্ম হয় এষা দেওলের।

উল্লেখ্য হেমা মালিনীর আগে প্রকাশ কউরের সঙ্গে সম্পর্কে ছিলেন ধর্মেন্দ্র। যখন তিনি হেমার প্রেমে পড়েন, সেই সময় তিনি চার সন্তানের বাবা। প্রকাশ চাননি ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে। সে কারণে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন হেমা ও ধর্মেন্দ্র। এই মুহূর্তে যদিও দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ভাল তাঁর। সম্প্রতি তাঁর বড় ছেলে সানি দেওলের বিয়ে ছিল। সেখানেই হাজির ছিলেন ধর্মেন্দ্র। দেখা যায় প্রকাশ কউরকেও। যদিও হেমা উপস্থিত হননি।