Extra Marital Relation: ‘রিস্ক নিতে পারছি না’, স্ত্রীর গোপন সম্পর্ক, দাঁড়িয়ে থেকে নিজেই তাঁর বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে!
Extra Marital Relation: কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন বাবলু। সম্প্রতিই তিনি জানতে পারেন, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। বিগত দেড় বছর ধরে বিকাশ নামক গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।

লখনউ: কেউ প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করে ড্রামে ভরে দিচ্ছে, কেউ আবার বিয়ের ১৫ দিনের মধ্যেই স্বামীকে খুন করাচ্ছে কন্ট্রাক্ট কিলার দিয়ে। সাম্প্রতিক ঘটনাগুলি দেখে-শুনে আর ঝুঁকি নিতে চাননি স্বামী। স্ত্রীর প্রেমিক রয়েছে, এ কথা জানতে পেরেই তড়িঘড়ি বিয়ে দিয়ে দিলেন তাঁর সঙ্গে। বিয়ের সাক্ষীও থাকলেন তিনি।
রাজ্য জুড়ে একের পর এক খুনের ঘটনা। নিশানা স্বামীরাই। এই সব দেখে আর ভরসা হয়নি। তাই নিজের বিবাহিত স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। সন্ত কবির নগরের কাতার জট গ্রামের বাসিন্দা বাবলুর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয়েছিল গোরক্ষপুরের রাধিকার। তাঁদের দুটি সন্তানও রয়েছে।
কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন বাবলু। সম্প্রতিই তিনি জানতে পারেন, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। বিগত দেড় বছর ধরে বিকাশ নামক গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এই খবর সত্যি কি না, তা যাচাই করতে তিনি গ্রামে ফিরে আসেন স্ত্রীকে কিছু না জানিয়েই। গোপনে স্ত্রীকে অনুসরণ করে দেখেন যে সত্যিই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
স্ত্রীর এই কাণ্ড জানতে পেরেও তিনি বচসা তো দূর, একটা কটূ কথাও বলেননি। গ্রামের বড়দের বিষয়টি জানান। সেই সঙ্গে এটাও জানিয়ে দেন যে তিনি চান স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে। এরপর গ্রামেরই এক শিব মন্দিরে নিয়ে গিয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দেন। আদালতেও তাদের বিয়ে রেজিস্ট্রার করা হয়। সেখানেও সাক্ষী হিসাবে সই করেন প্রাক্তন হয়ে যাওয়া বাবলু।
বাবলু জানিয়েছেন, দুই সন্তানের দায়িত্বভার তিনিই বহন করবেন। স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন। তাঁকে কোনও বন্ধনে আটকে রাখতে চান না। কেন হঠাৎ স্ত্রীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এই প্রশ্নের জবাবে বাবলু বলেন, “সম্প্রতিই দেখেছি যে কীভাবে স্ত্রী-রা তাদের স্বামীকে মেরে ফেলছে প্রেমিকের জন্য। আমি নিজেকে রক্ষা করতেই ওদের বিয়ে দিয়েছি। মিরাটে যে হয়েছে, তা দেখার পর আমার মনে হয়েছে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গেই বিয়ে দেওয়া উচিত, যাতে আমরা দুজনেই শান্তিতে থাকতে পারি।”





